আমি এবং করণ এক কন্যা সন্তানের অপেক্ষায় রয়েছি : বিপাশা
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Bipasha Basu and Karan Singh : তখন থেকে আমরা একটি কন্যা সন্তানের প্রত্যাশা করেছি... আমরা আমাদের শিশুকে 'মেয়ে' বলেই ডাকি...
#মুম্বই: মা হতে চলেছেন বিপাশা৷ গুড নিউজ সকলের সঙ্গে ভাগ করেছেন কিছুদিন আগে৷ এখন মাঝেমধ্যেই গর্ভাবস্থার ছবি বা ভিডিও তিনি সামনে আনছেন বলিপাড়ার এই দম্পতি৷ সম্প্রতি এমনই এক ভিডিও প্রকাশ করেছেন বিপাশা, যেখানে দেখা গিয়েছে বিপাশার পেটের উপর তাঁর স্বামী করণের ঠোঁট! এবং তিনি কিছু কথা বলছেন তাঁদের সন্তানের উদ্দ্যেশে৷
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিপাশা জানিয়েছেন যে তিনি এবং করণ তাঁদের ছোট্ট মেয়ে চান।
আরও পড়ুন: মেকআপ ছাড়া সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ইতিহাস গড়লেন ২০বছরের মিস ইংল্যান্ড ফাইনালিস্ট
advertisement
১৬ অগাস্ট, বিপাশা এবং করণ তাঁদের গর্ভাবস্থার ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "একটা নতুন সময়, একটি নতুন পর্ব, একটি নতুন আলো আমাদের জীবনের প্রিজমে আরেকটি অনন্য ছায়া যোগ করবে। আমরা আগের চেয়ে আমাদেরকে আরও একটু বেশি সম্পূর্ণ করে তুলছি। আমরা আলাদাভাবে এই জীবন শুরু করেছি... এরপরে আমরা একে অপরের সঙ্গে দেখা করেছি... তখন থেকে আমরা দুজন হলাম। এত শীঘ্রই আমরা এখন তিন হয়ে যাব..."
advertisement
সম্প্রতি আরেকটি সাক্ষাৎকারে বিপাশা জানান, "করণ এবং আমি প্রথম থেকেই পরিষ্কার ছিলাম যে আমরা একটি বাচ্চা চাই। কেন এত দেরি হল বা কেন সময় লাগল সে সম্পর্কে আমার কোনও ধারণা নেই। আমার জন্য, এটাই সঠিক সময়। তবে আমরা প্রকাশে বিশ্বাসী। যখন থেকে আমরা একটি সন্তান চেয়েছি, তখন থেকে আমরা একটি কন্যা সন্তানের প্রত্যাশা করেছি। আমি জানি একটি শিশু হল সুন্দর উপহার এবং আমরা যে কোনও লিঙ্গের গ্রহণযোগ্যতায় বিশ্বাসী। তবে আমরা আমাদের শিশুকে 'মেয়ে' বলেই ডাকি। আমরা এটা বিশ্বাস করি যখন থেকে আমরা একটি বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।"
Location :
First Published :
August 29, 2022 1:47 PM IST