ধৃতদের নাম রাজীব রায়, কৌশিক বালা প্রদীপ রায়। রাজীব ও প্রদীপের বাড়ি গাংনাপুর এলাকাতেই। কৌশিক বালার বাড়ি ধানতলা এলাকায়। বৃহস্পতিবার রাতে গাংনাপুর থানার অন্তর্গত কোড়াবাড়ি এলাকায় ওই তিন দুষ্কৃতীকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে কর্তব্যরত পুলিশকর্মীরা। এরপর পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে ডাকাতের উদ্দেশেই ওই তিন দুষ্কৃতী জড়ো হয়েছিল। এরপরই অতর্কিতে হানা দেয় পুলিশ হাতেনাতে আটক করে তাদের। তল্লাশি করে তাদের কাছ থেকে বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার হয়। শুক্রবার অভিযুক্তদের রানাঘাট আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনায় অভিযুক্তদের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে গাংনাপুর থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন: কমিউনিটি হল থেকে নাইট গার্ডের দেহ উদ্ধার, চাঞ্চল্য চুঁচুড়ায়
প্রসঙ্গত সামনেই নির্বাচন এবং তার আগেই একের পর এক অভিযান চালিয়ে পুলিশ একাধিক দুষ্কৃতীদের গ্রেফতার করছে। কোথাও বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হচ্ছে তো কোথাও দুষ্প্রাপ্য বস্তু উদ্ধার হচ্ছে। এছাড়াও কোথাও বেশকিছু কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে নদিয়া জেলা পুলিশ। আগামী পঞ্চায়েত নির্বাচনে নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশের এই তৎপরতা দেখে বাহবা দিচ্ছে জেলাবাসী।
মৈনাক দেবনাথ