ঠিক তেমনই এক পিকনিক স্পট রয়েছে নদিয়ার ভালুকা বটতলা সংলগ্ন এলাকায়। পিকনিক স্পট টির নাম ছায়াবিথি। সম্পূর্ণ পাঁচিল দিয়ে ঘেরা রাস্তার ধারে সুরক্ষিত জায়গায় তৈরি করা হয়েছে এই পিকনিক স্পটটি। বহু বছর ধরে শীতকালে মানুষ এখানে আসে পিকনিক করতে এবং ছুটি কাটাতে। অগ্রিম বুকিং দিয়ে সময় ও দিনক্ষণ ঠিক করে এখানে আপনি পিকনিক করতে পারবেন। ১৫ জনের জন্য ন্যূনতম ভাড়া লাগবে এক হাজার টাকা। এছাড়াও বাসনপত্র, মাইক আপনাকে আলাদা ভাড়া করতে হবে এখানে।
advertisement
আরও পড়ুন : সন্তানের জন্ম দিলে যদি কেরিয়ার শেষ হয়ে যায়, কখনও আফসোস করব না : অকপট আলিয়া
সম্পূর্ণ জায়গাটি রয়েছে পাঁচিল দিয়ে ঘেরা। ভেতরে রয়েছে অসংখ্য আম গাছ। রয়েছে বাচ্চাদের জন্য দোলনা। রয়েছে পানীয় জল ও সুলভ শৌচালয়ের ব্যবস্থাও। সেই কারণেই পরিবার নিয়ে অথবা বন্ধু-বান্ধব নিয়ে অনেকেই এই স্থানে পিকনিক করতে পছন্দ করেন শীতকালে।
আরও পড়ুন : এ এক অন্য বড়দিন! বাগান বাড়ির 'চড়ুইভাতি'তে শুভশ্রীকে আদরে ভরিয়ে দিলেন রাজ
উল্লেখ্য, বছর শুরু হতে না হতেই নবদ্বীপে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে চোখে পড়ার মতো। তাই নবদ্বীপে ঘুরতে এসে ভালুকা বটতলার ছায়াবীথিতে একদিন পিকনিক করতে চলে আসা যেতেই পারে।
Mainak Debnath