মঙ্গলবার সকাল থেকে হাজার হাজার বৈষ্ণব ও শ্রীচৈতন্যদেবের ভক্ত নবদ্বীপ ও মায়াপুরে খোল-করতাল সহ বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে নগর পরিক্রমা করেন। এছাড়াও মঠ ও মন্দিরগুলিতে দোল পূর্ণিমার বিশেষ পুজোপাঠ হয়। এদিকে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও দোল পূর্ণিমা উপলক্ষে বসন্ত উৎসব উদযাপন করছে। মাজদিয়া সংস্কৃতিক মঞ্চের উদ্যোগে সকাল থেকেই পালিত হচ্ছে বসন্ত উৎসব, যা এই বছর ষষ্ঠ বর্ষে পা দিল।
advertisement
আরও পড়ুন: সেচ খালে ইচ্ছেমত বাঁধ, নষ্ট হওয়ার মুখে হাজার বিঘের ধান
চিরাচরিত প্রথা মেনে আট থেকে আশি সকলেই আবির, রং দিয়ে একে অপরকে রাঙিয়ে দেন। দোল উপলক্ষে মায়াপুর ও নবদ্বীপে বহু ভক্ত সমাগমও হয়েছে। এদিন সকাল থেকেই মায়াপুরের ইসকন মন্দিরে বিশেষ পুজোপাঠ ও উৎসব আয়োজিত হয়। সব মিলিয়ে মঙ্গলবার সকাল থেকেই নদিয়ার ছবিটা ছিল অত্যন্ত রঙিন। দোল উপলক্ষে বাংলার প্রতিটি জেলাই রঙিন হয়ে ওঠে। তবে গৌরাঙ্গের ধাত্রীভূমি নদিয়া ব্যাপারটা যেন একটু আলাদা, স্পেশাল যাকে বলে!
মৈনাক দেবনাথ