ভীমপুর আসাননগর যেতে এই বাঁশের সাঁকো দিয়ে না গেলে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার রাস্তা ঘুরে গন্তব্যস্থলে তাদের পৌঁছাতে হয়। ফলে সেটি সময় সাপেক্ষ সেই কারণেই একপ্রকার জীবনের ঝুঁকি নিয়েই তারা এই বাঁশের সাঁকো পারাপার করছেন। বিশেষত অফিস টাইমে চাকুরীজীবী এবং ছাত্র-ছাত্রীদের ভিড় লেগে থাকে সাঁকো পারাপারের। তখন বিপদের সম্ভাবনা তাকে বেশি। সেই কারণেই গ্রামবাসীরা দাবি করছেন যত দ্রুত সম্ভব এই সাঁকো মেরামত অথবা নতুন কাঠের সেতু নির্মাণ করা হোক।
advertisement
আরও পড়ুনঃ আবারও চুরি শান্তিপুরে! রাতের অন্ধকারে দোকানের টিন কেটে লক্ষাধিক টাকার চুরি
গ্রামবাসীরা ও জানান নতুন কাঠের সেতু এই স্থানে নির্মাণ হলে পরে শহরতলীতে যেতে সময় লাগবে তুলনামূলকভাবে কম। এছাড়াও গ্রামবাসীরা বিশেষত স্কুলের ছোট ছোট ছেলে মেয়েরা নিরাপদে সাঁকো পারাপার করতে পারবে। বিষয়টি ইতিমধ্যেই পঞ্চায়েত সমিতিতে জানানো হয়েছে বলে সূত্রের খবর। ভীমপুর পঞ্চায়েতের প্রধানের সঙ্গে কথা বললে তিনি জানান দ্রুতই এই কাজ শুরু হবে। স্বাভাবিকভাবেই সেতু নির্মাণের কাজ শুরু হলে পরে উপকৃত হবেন সকল গ্রামবাসী।
Mainak Debnath