TRENDING:

Durga Puja 2022 II এবার মাজদিয়ায় তৈরি হচ্ছে উত্তরাখণ্ডের পাতাল ভুবনেশ্বর মন্দির

Last Updated:

সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। কলকাতার পাশাপাশি থিমের পুজোতে পিছিয়ে নেই জেলাগুলিও। নদিয়া জেলার একাধিক জায়গায় তৈরি হতে চলেছে থিমের নানান রকম প্যান্ডেল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নদিয়া : সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। কলকাতার পাশাপাশি থিমের পুজোতে পিছিয়ে নেই জেলাগুলিও। নদিয়া জেলার একাধিক জায়গায় তৈরি হতে চলেছে থিমের নানান রকম প্যান্ডেল। যা দেখার জন্য ইতিমধ্যেই মানুষের উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। নদিয়ার রানাঘাট কল্যাণী মাঝদিয়া ইত্যাদি বিভিন্ন জায়গায় একাধিক থিমের প্যান্ডেল তৈরি করা হচ্ছে, জোর কদমে। এবার মাজদিয়ার ভেরি পাড়ায় দেখা যাবে উত্তরাখণ্ডের পাতাল ভুবনেশ্বর মন্দির। উত্তরাখণ্ডের পাতাল ভুবনেশ্বর মন্দিরের আদলে এবার তৈরি করা হচ্ছে মাজদিয়া ভেরি পাড়া মোড়ের মাজদিয়া ফ্রেন্ডস ক্লাবের দুর্গাপুজোর থিম।
advertisement

১৯ তম বর্ষের এই পুজোর থিমের প্যান্ডেল দেখতে এখন থেকেই উৎসাহিত দেখা যাচ্ছে আট থেকে আশি সকলেরই মধ্যে। ৮৪ জন সদস্য মিলে দিন রাত এক করে এই প্যান্ডেল তৈরি করতে ব্যস্ত বর্তমানে। ক্লাব কর্তৃপক্ষ জানায় সম্পূর্ণ উত্তরাখণ্ডের পাতাল ভুবনেশ্বর মন্দিরের আদলে এই প্যান্ডেলটি তৈরি করা হচ্ছে। দর্শনার্থীরা প্যান্ডেলে প্রবেশ করতে গেলে পাতালের মধ্যে দিয়েই প্রবেশ করানো হবে। উত্তরাখণ্ডের পাতাল ভুবনেশ্বর মন্দিরের মতোই নিখুঁতভাবে বসানো থাকবে মা কালীর মূর্তি এবং শিবমূর্তিও।

advertisement

আরও পড়ুনঃ কৃষ্ণনগর এমপি কাপে শাড়ি পরে ফুটবলে কিক মহুয়া মৈত্রের

এছাড়াও ভৌতিক কিছু দৃশ্য থাকবে তার সঙ্গে থাকবে গা ছমছমে ভৌতিক কিছু মিউজিক। যা দেখতে আগ্রহী হবে বিশেষত বাচ্চারা। ক্লাব কর্তৃপক্ষ জানাচ্ছে প্যান্ডেল কর্মীদের পাশাপাশি তারাও প্যান্ডেলের কাজে রীতিমত সহযোগিতা করছেন। গত দুবছর করোনা মহামারির কারণে জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপূজা পালন করতে পারেনি সুতরাং এবার তারা আশা করছেন পুরনো ছন্দেই তাদের প্যান্ডেল পুজোর কদিন ভরে উঠবে আবারও দর্শনার্থীদের ভিড়ে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
Durga Puja 2022 II এবার মাজদিয়ায় তৈরি হচ্ছে উত্তরাখণ্ডের পাতাল ভুবনেশ্বর মন্দির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল