১৯ তম বর্ষের এই পুজোর থিমের প্যান্ডেল দেখতে এখন থেকেই উৎসাহিত দেখা যাচ্ছে আট থেকে আশি সকলেরই মধ্যে। ৮৪ জন সদস্য মিলে দিন রাত এক করে এই প্যান্ডেল তৈরি করতে ব্যস্ত বর্তমানে। ক্লাব কর্তৃপক্ষ জানায় সম্পূর্ণ উত্তরাখণ্ডের পাতাল ভুবনেশ্বর মন্দিরের আদলে এই প্যান্ডেলটি তৈরি করা হচ্ছে। দর্শনার্থীরা প্যান্ডেলে প্রবেশ করতে গেলে পাতালের মধ্যে দিয়েই প্রবেশ করানো হবে। উত্তরাখণ্ডের পাতাল ভুবনেশ্বর মন্দিরের মতোই নিখুঁতভাবে বসানো থাকবে মা কালীর মূর্তি এবং শিবমূর্তিও।
advertisement
আরও পড়ুনঃ কৃষ্ণনগর এমপি কাপে শাড়ি পরে ফুটবলে কিক মহুয়া মৈত্রের
এছাড়াও ভৌতিক কিছু দৃশ্য থাকবে তার সঙ্গে থাকবে গা ছমছমে ভৌতিক কিছু মিউজিক। যা দেখতে আগ্রহী হবে বিশেষত বাচ্চারা। ক্লাব কর্তৃপক্ষ জানাচ্ছে প্যান্ডেল কর্মীদের পাশাপাশি তারাও প্যান্ডেলের কাজে রীতিমত সহযোগিতা করছেন। গত দুবছর করোনা মহামারির কারণে জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপূজা পালন করতে পারেনি সুতরাং এবার তারা আশা করছেন পুরনো ছন্দেই তাদের প্যান্ডেল পুজোর কদিন ভরে উঠবে আবারও দর্শনার্থীদের ভিড়ে।
Mainak Debnath