TRENDING:

Nadia News: সরকারি স্কুল থেকে ভরসা এখনও ওঠেনি অভিভাবকদের! ভর্তির ফর্ম তুলতে গভীর রাত থেকে লাইন

Last Updated:

বেসরকারি স্কুলের পর এবার সরকারি স্কুলেও, ফর্ম তুলতে রাত্রি বাস। এতদিন যেটা কলকাতা এবং শহরতলীতে দেখা যেত সম্প্রতি তা দেখা যাচ্ছে নদিয়ার শান্তিপুরেও। স্কুলে ভর্তির ফর্ম নিতে আগের দিন রাত থেকে লাইন, শীতের প্রকোপ, মশার কামড়কে উপেক্ষা করেই সন্তানকে নামী বিদ্যালয়ে ভর্তি করিয়ে ইঁদুর দৌড়ে প্রথম সারিতে থাকার অদম্য প্রচেষ্টা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নদিয়া : বেসরকারি স্কুলের পর এবার সরকারি স্কুলেও, ফর্ম তুলতে রাত্রি বাস। এতদিন যেটা কলকাতা এবং শহরতলীতে দেখা যেত সম্প্রতি তা দেখা যাচ্ছে নদিয়ার শান্তিপুরেও। স্কুলে ভর্তির ফর্ম নিতে আগের দিন রাত থেকে লাইন, শীতের প্রকোপ, মশার কামড়কে উপেক্ষা করেই সন্তানকে নামী বিদ্যালয়ে ভর্তি করিয়ে ইঁদুর দৌড়ে প্রথম সারিতে থাকার অদম্য প্রচেষ্টা। শান্তিপুর রাধারানী নারী শিক্ষা মন্দিরে ২০০ জন পঞ্চম শ্রেণীতে ভর্তির জন্য ফর্ম দেবে বিদ্যালয় কর্তৃপক্ষ বলে জানা যায়। আর একদিনে ফর্ম দেওয়ার সিদ্ধান্তের জন্যই হয়তো এত ভিড় এমনটাই মনে করছেন, সুশীল সমাজ।
advertisement

না হলে শান্তিপুরে আরও বেশ কিছু নামি বিদ্যালয়ে প্রতিনিয়ত ভর্তি হচ্ছে অথচ কোনভাবেই এরকম লাইন লক্ষ্য করা যাচ্ছে না। অনেকে আবার কটাক্ষ করে বলছেন, বিদ্যালয় প্রচারে আলোতে আসার কৌশল। তবে অভিভাবকরা তাদের সন্তানদের পছন্দ মতন বিদ্যালয়ে ভর্তি করাতে সকলেই একটি বা দুটি বিদ্যালয়ের উপর নির্ভর করছেন। অথচ, শুধুমাত্র বিদ্যালয়ে ভর্তি করালেই যে ছাত্রছাত্রীরা ফলাফল করবে এমন নয়। অপেক্ষাকৃত কম ছাত্র-ছাত্রী আছে এমন বিদ্যালয় ছাত্র ছাত্রীদের প্রতি অনেক বেশি যত্নশীল হয়, এমনটাও বলছেন বিশেষজ্ঞরা।

advertisement

আরও পড়ুনঃ গীতা জয়ন্তী উৎসবে মায়াপুর ইসকন মন্দিরে একসঙ্গে হাজার হাজার ভক্তের গীতা পাঠ

বিভিন্ন শিক্ষানুরাগিরা মনে করেন, প্রতিটা বিদ্যালয়েতেই ছাত্র ছাত্রীর সমানভাবে ভর্তি হওয়া উচিত। এমনও অনেক বিদ্যালয় আছে ছাত্রছাত্রীদের অভাবে শিক্ষকরা বাড়ি বাড়ি এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ঘুরছেন। ছাত্রছাত্রীর অভাবে সেই বিদ্যালয়গুলি অন্য বিদ্যালয়গুলির সাথে জুড়ে দেওয়া হতে পারে বলে সম্ভাবনা রয়েছে। তবে প্রশ্ন একটাই, ছেলেমেয়েদের ভবিষ্যতের জন্য অভিভাবকদের এই সচেতনতার সঠিক মূল্য আগামী দিনে তারা কি দিতে পারবে? তা সময়ই বলবে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: সরকারি স্কুল থেকে ভরসা এখনও ওঠেনি অভিভাবকদের! ভর্তির ফর্ম তুলতে গভীর রাত থেকে লাইন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল