না হলে শান্তিপুরে আরও বেশ কিছু নামি বিদ্যালয়ে প্রতিনিয়ত ভর্তি হচ্ছে অথচ কোনভাবেই এরকম লাইন লক্ষ্য করা যাচ্ছে না। অনেকে আবার কটাক্ষ করে বলছেন, বিদ্যালয় প্রচারে আলোতে আসার কৌশল। তবে অভিভাবকরা তাদের সন্তানদের পছন্দ মতন বিদ্যালয়ে ভর্তি করাতে সকলেই একটি বা দুটি বিদ্যালয়ের উপর নির্ভর করছেন। অথচ, শুধুমাত্র বিদ্যালয়ে ভর্তি করালেই যে ছাত্রছাত্রীরা ফলাফল করবে এমন নয়। অপেক্ষাকৃত কম ছাত্র-ছাত্রী আছে এমন বিদ্যালয় ছাত্র ছাত্রীদের প্রতি অনেক বেশি যত্নশীল হয়, এমনটাও বলছেন বিশেষজ্ঞরা।
advertisement
আরও পড়ুনঃ গীতা জয়ন্তী উৎসবে মায়াপুর ইসকন মন্দিরে একসঙ্গে হাজার হাজার ভক্তের গীতা পাঠ
বিভিন্ন শিক্ষানুরাগিরা মনে করেন, প্রতিটা বিদ্যালয়েতেই ছাত্র ছাত্রীর সমানভাবে ভর্তি হওয়া উচিত। এমনও অনেক বিদ্যালয় আছে ছাত্রছাত্রীদের অভাবে শিক্ষকরা বাড়ি বাড়ি এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ঘুরছেন। ছাত্রছাত্রীর অভাবে সেই বিদ্যালয়গুলি অন্য বিদ্যালয়গুলির সাথে জুড়ে দেওয়া হতে পারে বলে সম্ভাবনা রয়েছে। তবে প্রশ্ন একটাই, ছেলেমেয়েদের ভবিষ্যতের জন্য অভিভাবকদের এই সচেতনতার সঠিক মূল্য আগামী দিনে তারা কি দিতে পারবে? তা সময়ই বলবে।
Mainak Debnath