এবারের পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে প্রত্যেক ব্লকে একটি করে স্কুলকে ডিসিআরসি হিসেবে বেছে নিয়েছে সংশ্লিষ্ট বিডিও-রা। সেখানেই ভোটকর্মীদের প্রশিক্ষণ হয়েছে এর আগে। তাঁরা জেলার মধ্যেই বিভিন্ন ব্লকে ৮ জুলাই ভোট নেবেন। তার আগে মঙ্গলবার অর্থাৎ ৪ জুলাই নিজেরা ভোট দিলেন ভোটকর্মীরা। আগেই তাঁদের বাড়িতে পোস্টাল ব্যালট পৌঁছে গিয়েছিল। তা যথাযথভাবে পূরণ করে নির্ধারিত কেন্দ্রে গিয়ে জমা দিয়ে এলেন তাঁরা।
advertisement
আরও পড়ুন: আম পাড়তে গিয়ে চরম পরিণতি! মর্মান্তিক মৃত্যু ব্যক্তির
শান্তিপুরের ফুলিয়া বালিকা বিদ্যালয়ে এরকমই একটি ভোটগ্রহণ কেন্দ্র হয়েছিল মঙ্গলবার। সেখানে শতাধিক ভোট কর্মী আসেন নিজেদের পোস্টাল ব্যালট জমা দিতে। মঙ্গলবার পোস্টাল ব্যালট জমা দেওয়ার চতুর্থ দিন ছিল। এই প্রক্রিয়া চলবে বৃহস্পতিবার অর্থাৎ ৫ জুলাই পর্যন্ত।
পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে নদিয়ার বিভিন্ন প্রান্তে উত্তেজনা দেখা দিলেও ভোট কর্মীদের আশা নির্বাচনের দিন কোনরকম সমস্যা হবে না। এই বিষয়ে তাঁরা নির্বাচন কমিশন এবং কেন্দ্র ও রাজ্যের নিরাপত্তা বাহিনীর উপর আস্থা রাখছেন।
মৈনাক দেবনাথ