Malda News: আম পাড়তে গিয়ে চরম পরিণতি! মর্মান্তিক মৃত্যু ব্যক্তির
- Reported by:HARASHIT SINGHA
- news18 bangla
- Published by:Ananya Chakraborty
Last Updated:
আম পাড়তে গিয়ে মর্মান্তিক পরিণতি এক ব্যক্তির। তড়িৎদাহত হয়ে মৃত্যু হল বিজয় মণ্ডলের
মালদহ: আম পাড়তে গিয়ে মর্মান্তিক পরিণতি। তড়িৎদাহত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। এলাকার মানুষ তড়িঘড়ি করে মালদহ মেডিকেল কলেজে নিয়ে গেলেও প্রাণ বাঁচানো সম্ভব হয়নি। এই ঘটনায় আমবাগান সংলগ্ন একটি পোল্ট্রি ফার্মের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠেছে। তারা আমবাগান লাগোয়া পোল্ট্রি ফার্মের জমি বৈদ্যুতিন তার দিয়ে ঘিরে রেখেছিল। তাতে বিদ্যুৎ সংযোগ দেওয়া ছিল। সেই তার ছুঁয়ে ফেলাতেই বিজয় মণ্ডল নামে ওই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয় বলে অভিযোগ।
আম পাড়তে গিয়ে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি মালদহের ইংরেজবাজার থানার কাজিগ্রাম পঞ্চায়েতের মানিকপুর এলাকার। চোর ও বন্যপ্রাণীর হাত থেকে পোল্ট্রি ফার্ম বাঁচাতে বিদ্যুৎ সংযোগ দেওয়া তার দিয়ে এলাকা ঘিরে রাখা হয়েছিল বলে মৃতের পরিবারের অভিযোগ। যদিও এইভাবে বৈদ্যুতিন তার দিয়ে কোনও কিছু ঘিরে রাখা আইনত দণ্ডনীয় অপরাধ।
advertisement
advertisement
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বিজয় মণ্ডল বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি আম বাগানে আম পাড়তে গিয়েছিলেন। সেই সময় আমবাগান সংলগ্ন পোল্ট্রি ফার্মের চারিদিকে লাগানো ইলেকট্রিক তারে তড়িৎদাহত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এলাকার মানুষ তাঁকে দ্রুত মালদহ মেডিকেল কলেজে নিয়ে যায়। কিন্ত চিকিৎসাকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতের আত্মীয় বুবাই মণ্ডল বলেন, আম বাগানের ভিতরে পোল্ট্রি ফার্মে বিদ্যুৎ সংযোগ করে রেখেছে সেই বিষয়টি আমাদের জানা ছিল না।
advertisement
হরষিত সিংহ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 04, 2023 7:07 PM IST










