আরও পড়ুন: এবার অতি সুস্বাদু কালো ছাগলের মাংস খাবে পুরুলিয়াবাসী
ঘটনা হল তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের মৃত্যুর পরও শাসকদলেরই পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা ছিল রুইপুকুর পঞ্চায়েতে। কিন্তু দলের পক্ষ থেকে যাকে পঞ্চায়েত প্রধান হিসেবে বেছে নেওয়া হয় তাঁকে মানতে পারেননি দুই বিক্ষুব্ধ সদস্য। আর তাই তাঁরা বিজেপির সঙ্গে হাত মেলান। এর ফলে বোর্ড গঠনের সময় তৃণমূলের আসন সংখ্যা কমে দাঁড়ায় ১০-এ। অপরদিকে বিজেপি আসন সংখ্যা বেড়ে হয় ১১। প্রধান হন তৃণমূল ছেড়ে আসা অনুপ বিশ্বাস। রুইপুকুর পঞ্চায়েতে উপপ্রধান নির্বাচিত হয়েছেন বিজেপির জয়ী প্রার্থী সুপ্রিয়া মণ্ডল।
advertisement
বিজেপির সঙ্গে হাত মেলানো প্রসঙ্গে সিপিএমের পঞ্চায়েত সদস্য ইসরাফিল শেখ বলেন, স্বচ্ছ পঞ্চায়েত বোর্ড গঠন করতেই আমরা একজোট হয়েছি। বোর্ড গঠনকে কেন্দ্র করে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এই দিন সকাল থেকেই রুইপুকুর পঞ্চায়েত অফিসের সামনে ছিল কড়া পুলিশি প্রহরা।
মৈনাক দেবনাথ