আরও পড়ুন : লাগাতার বেড়েই চলেছে করোনা! বাড়ছে মৃত্যু! দেশের দৈনিক আক্রান্ত আজ কত?
কাঁটাতারের ওপারে গ্রামটি হওয়ার কারণে এতদিন পর্যন্ত দুয়ারে সরকারের প্রকল্পের সুবিধা পাননি সেই গ্রামের পরিবারগুলি। তবে এবার দুয়ারে সরকারের পঞ্চম দফায় সেই গ্রামের বাসিন্দাদেরও দুয়ারে সরকার প্রকল্পের আওতায় নথিভুক্ত করা হল। কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে কন্যাশ্রী প্রকল্প ইত্যাদি প্রয়োজনীয় সরকারি শংসাপত্রের আবেদন করা হল এই আয়োজন করা প্রকল্পের মাধ্যমে।
advertisement
পঞ্চম দফার দুয়ারে সরকার ক্যাম্প চালাচ্ছে রাজ্য সরকার। সূত্র মারফত জানা যায় এই ক্যাম্প চলবে ১৩ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত। এই ক্যাম্পের জেরে বিশেষত জোর দেওয়া হবে জমি সংক্রান্ত বিষয় গুলিতে। এছাড়াও এই বিশেষ ক্যাম্পে গুরুত্বপূর্ণ বিষয় গুলিতেও জোর দেওয়া হবে বলে জানা যায়। এই ক্যাম্পে আবেদন করা যেতে পারে জাতিগত শংসাপত্র, কন্যাশ্রী প্রকল্প এছাড়াও লক্ষ্মী ভান্ডারের মত প্রকল্পগুলির জন্য। স্বাভাবিকভাবেই এই আয়োজনের ফলে সরকারি সমস্ত সুযোগ সুবিধা পেতে চলেছেন কাঁটাতারের ওপারের শতাধিক ভারতীয়।
Mainak Debnath