TRENDING:

Nadia News|| সীমান্তের কাঁটাতার পেরিয়ে দুয়ারে সরকারের আয়োজন

Last Updated:

সীমান্তের ওপারে গ্রামটি হওয়ার কারণে এতদিন পর্যন্ত সরকারি সুযোগ-সুবিধা না পেলেও এবারের এই পঞ্চম দফার দুয়ারে সরকারে নাম নথিভুক্ত করা হল তাদের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: বাংলার কাঁটাতার পেরিয়ে সীমান্তের ওপারে দুয়ারে সরকার। পঞ্চম দফার দুয়ারে সরকারের মধ্যে এই প্রথম ভারত বাংলাদেশ সীমান্তে আয়োজন করা হল পশ্চিমবঙ্গ রাজ্যের দুয়ারে সরকার প্রকল্পের। জানা যায় নদিয়ার কৃষ্ণগঞ্জ এলাকার সীমান্তের ওপারে রয়েছে একটি গ্রাম যার নাম কলুপাড়া। মাটিয়ারী বানপুর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত এই গ্রামের ওপর দিয়ে পড়েছে সীমান্তের কাঁটাতার। তবে কাঁটাতার পড়লেও সেই গ্রাম ভারতবর্ষের অন্তর্ভুক্ত। সেই গ্রামে প্রায় ৫০ টি পরিবার বসবাস করেন। সেই গ্রামেই প্রথম আয়োজন করা হল দুয়ারে সরকার প্রকল্পের।
advertisement

আরও পড়ুন : লাগাতার বেড়েই চলেছে করোনা! বাড়ছে মৃত্যু! দেশের দৈনিক আক্রান্ত আজ কত?

কাঁটাতারের ওপারে গ্রামটি হওয়ার কারণে এতদিন পর্যন্ত দুয়ারে সরকারের প্রকল্পের সুবিধা পাননি সেই গ্রামের পরিবারগুলি। তবে এবার দুয়ারে সরকারের পঞ্চম দফায় সেই গ্রামের বাসিন্দাদেরও দুয়ারে সরকার প্রকল্পের আওতায় নথিভুক্ত করা হল। কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে কন্যাশ্রী প্রকল্প ইত্যাদি প্রয়োজনীয় সরকারি শংসাপত্রের আবেদন করা হল এই আয়োজন করা প্রকল্পের মাধ্যমে।

advertisement

আরও পড়ুন : ছিটেফোঁটাও বৃষ্টি নেই দক্ষিণবঙ্গের ভাগ্যে? ভাসবে উত্তর! আগামী কয়েকদিন যা হতে চলেছে বাংলার আবহাওয়ায়...

পঞ্চম দফার দুয়ারে সরকার ক্যাম্প চালাচ্ছে রাজ্য সরকার। সূত্র মারফত জানা যায় এই ক্যাম্প চলবে ১৩ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত। এই ক্যাম্পের জেরে বিশেষত জোর দেওয়া হবে জমি সংক্রান্ত বিষয় গুলিতে। এছাড়াও এই বিশেষ ক্যাম্পে গুরুত্বপূর্ণ বিষয় গুলিতেও জোর দেওয়া হবে বলে জানা যায়। এই ক্যাম্পে আবেদন করা যেতে পারে জাতিগত শংসাপত্র, কন্যাশ্রী প্রকল্প এছাড়াও লক্ষ্মী ভান্ডারের মত প্রকল্পগুলির জন্য। স্বাভাবিকভাবেই এই আয়োজনের ফলে সরকারি সমস্ত সুযোগ সুবিধা পেতে চলেছেন কাঁটাতারের ওপারের শতাধিক ভারতীয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভাইফোঁটায় আপনিও বানাতে পারেন বহু প্রাচীন 'মন্থল' মিষ্টি, রইল রেসিপি
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News|| সীমান্তের কাঁটাতার পেরিয়ে দুয়ারে সরকারের আয়োজন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল