TRENDING:

Nadia News: পৌরসভার উদ্যোগে ফেলে দেওয়া জঞ্জাল দিয়ে প্রস্তুত হচ্ছে জৈব সার নবদ্বীপে

Last Updated:

নবদ্বীপের ডাম্পিং গ্রাউন্ডে পৌরসভার উদ্যোগে ফেলে দেওয়া জঞ্জাল দিয়ে তৈরি করা হচ্ছে জৈব সার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নবদ্বীপ: শহরাঞ্চলে প্রতিদিন সকালে সমস্ত বাড়ির ময়লা পৌরসভার কর্মচারীরা বা বলা যেতে পারে সাফাই কর্মীরা নিতে আসেন। সারাদিনের গৃহস্থ বাড়ির সমস্ত জঞ্জাল ও ময়লা জমিয়ে রাখে বাড়ির সদস্যরা। সকাল হতেই পৌরসভার সাফাই কর্মীর গাড়ির বাঁশির আওয়াজ শুনে জেগে ওঠেন শহরবাসী। তারপরেই পৌরসভার গাড়িতে ময়লা ও জঞ্জাল ফেলতে দেখা যায় প্রতিদিনই।
advertisement

শুধু গৃহস্থ বাড়িরই নয় পৌরসভা সাফাই কর্মীরা রাস্তার ধারে এবং বাজারহাটের ও সমস্ত জঞ্জাল ফেলার জায়গা থেকেও এবং রাস্তায় লাগানো সমস্ত ডাস্টবিন থেকেও জঞ্জাল ও ময়লা সংগ্রহ করে তা স্তুপাকৃত করে একটি জায়গায়। বিভিন্ন জায়গায় দেখা যায় সেই সমস্ত ময়লা ও জঞ্জাল ফেলার স্তূপাকৃত জায়গা এক এক সময় ভরাট হয়ে পাহাড়ের আকার ধারণ করে। দূর থেকে সেটিকে দেখলে পাহাড় বলেও ভুল ধারণা হয়। এতদিন পর্যন্ত সেই সমস্ত ময়লা স্তূপাকৃত করে ফেলে রাখাই হত। কিন্তু বর্তমানে আধুনিক প্রযুক্তির সাহায্যে সেই সমস্ত জঞ্জাল ও ময়লা গুলি কাজে লাগানো হচ্ছে। উন্নত মেশিন ও প্রযুক্তির সাহায্যে সেই সমস্ত ময়লা ও জঞ্জালগুলি গুলি থেকে তৈরি করা হচ্ছে জৈব সারের। এবং সেই সমস্ত জৈব সার ব্যবহার করা হচ্ছে কৃষিকাজে।

advertisement

আরও পড়ুন - খুচরো পয়সা দিয়ে দামি বাইক কিনে সব্বাইকে চমকে দিলেন নদিয়ার বিড়ি ব্যবসায়ী!

ঠিক তেমনই নবদ্বীপ শহরেও রয়েছে জঞ্জাল ফেলার একটি বড় ডাম্পিং গ্রাউন্ড। সেই ডাম্পিং গ্রাউন্ডে প্রতিদিনই পৌরসভার সাফাই কর্মীরা এসে ময়লা ও জঞ্জাল ফেলেন গোটা নবদ্বীপ শহরের। এবার সেই ডাম্পিং গ্রাউন্ডের ময়লাই জৈব সারের রূপান্তরিত করা হচ্ছে নবদ্বীপে। জানা যায় নবদ্বীপ পৌরসভা ও একটি বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতির সাহায্যে নবদ্বীপ ডাম্পিং গ্রাউন্ডে সেই সমস্ত ফেলে দেওয়া জঞ্জাল ও ময়লা থেকে তৈরি করা হচ্ছে জৈব সারের। এই সমস্ত জৈব সার প্যাকেট করে বিভিন্ন জায়গায় রপ্তানি করা হবে বলে জানালেন নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: পৌরসভার উদ্যোগে ফেলে দেওয়া জঞ্জাল দিয়ে প্রস্তুত হচ্ছে জৈব সার নবদ্বীপে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল