এক টাকা বা দু’টাকার কয়েন গ্রামে বা মফস্বলে অনেকেই নিতে চান না। বাজারে কিংবা মুদিখানা দোকানে একসাথে অনেক গুলি খুচরো পয়সা দিলেই অনেকেই বিরক্ত হন বা রেগে যান। সেই কারণে খুচরো পয়সা দিয়ে লেনদেন করা এখন অনেকটাই দুষ্কর হয়ে উঠেছে। তবে এরই মাঝে ব্যতিক্রম ঘটনা ঘটল নদিয়ার ভীমপুরে। পেশায় বিড়ি ব্যবসায়ী সুব্রত সরকার খুচরো পয়সা দিয়ে লাখ টাকার বাইক কিনে রীতিমতো চমকে দিলেন সবাইকে!
সুব্রত বাবু জানান, " কয়েক বছর আগে নোট বন্দির সময় বেশ কিছু খুচরো পয়সার বেশি আমদানি হয়েছিল। তখন অনেক ব্যবসায়ীরাই খুচরো পয়সা নিতে চাইছিলেন না। ফলে বেশ কিছু পরিমাণে খুচরো পয়সা জমতে শুরু করে। পরে গুনে দেখি প্রায় ৭০ হাজার টাকার মতো খুচরো পয়সা রয়েছে যার বেশিরভাগই দু টাকা এক টাকার কয়েন। এর আগে গোবড়াপোতার একটি ছেলের খুচরা পয়সা দিয়ে বাইক কেনার কথা শুনেছি। সেই কারণেই আসাননগরের একটি বাইকের শোরুম এগিয়ে ম্যানেজারের সাথে কথা বলি খুচরো পয়সা দিয়ে বাইক কেনার জন্য। তিনিও রাজি হয়ে যান।"