Nadia News: খুচরো পয়সা দিয়ে দামি বাইক কিনে সব্বাইকে চমকে দিলেন নদিয়ার বিড়ি ব্যবসায়ী!
Last Updated:
খুচরো পয়সা দিয়ে লাখ টাকার বাইক কিনে স্বপ্ন পূরণ করলেন নদিয়ার বিড়ি ব্যবসায়ী
এক টাকা বা দু’টাকার কয়েন গ্রামে বা মফস্বলে অনেকেই নিতে চান না। বাজারে কিংবা মুদিখানা দোকানে একসাথে অনেক গুলি খুচরো পয়সা দিলেই অনেকেই বিরক্ত হন বা রেগে যান। সেই কারণে খুচরো পয়সা দিয়ে লেনদেন করা এখন অনেকটাই দুষ্কর হয়ে উঠেছে। তবে এরই মাঝে ব্যতিক্রম ঘটনা ঘটল নদিয়ার ভীমপুরে। পেশায় বিড়ি ব্যবসায়ী সুব্রত সরকার খুচরো পয়সা দিয়ে লাখ টাকার বাইক কিনে রীতিমতো চমকে দিলেন সবাইকে!
advertisement
advertisement
advertisement
সুব্রত বাবু জানান, " কয়েক বছর আগে নোট বন্দির সময় বেশ কিছু খুচরো পয়সার বেশি আমদানি হয়েছিল। তখন অনেক ব্যবসায়ীরাই খুচরো পয়সা নিতে চাইছিলেন না। ফলে বেশ কিছু পরিমাণে খুচরো পয়সা জমতে শুরু করে। পরে গুনে দেখি প্রায় ৭০ হাজার টাকার মতো খুচরো পয়সা রয়েছে যার বেশিরভাগই দু টাকা এক টাকার কয়েন। এর আগে গোবড়াপোতার একটি ছেলের খুচরা পয়সা দিয়ে বাইক কেনার কথা শুনেছি। সেই কারণেই আসাননগরের একটি বাইকের শোরুম এগিয়ে ম্যানেজারের সাথে কথা বলি খুচরো পয়সা দিয়ে বাইক কেনার জন্য। তিনিও রাজি হয়ে যান।"
advertisement
বাইকের শোরুমের ম্যানেজার প্রবীর বিশ্বাস জানান, " মঙ্গলবার দুপুরে ওই ক্রেতা শোরুম এসে যোগাযোগ করলে আমরা হ্যাঁ বলেছিলাম, তারপরের দিনই তিনি বেশ কয়েকটি ঝোলায় করে নিয়ে আসে খুচরো পয়সার কয়েন। তার বাইক কেনার আগ্রহ দেখে মঙ্গলবার সন্ধ্যের আগেই তার হাতে তার স্বপ্নের বাইক তুলে দিতে পেরেছি আমরা"।