Nadia News: খুচরো পয়সা দিয়ে দামি বাইক কিনে সব্বাইকে চমকে দিলেন নদিয়ার বিড়ি ব্যবসায়ী!

Last Updated:
খুচরো পয়সা দিয়ে লাখ টাকার বাইক কিনে স্বপ্ন পূরণ করলেন নদিয়ার বিড়ি ব্যবসায়ী
1/5
এক টাকা বা দু’টাকার কয়েন গ্রামে বা মফস্বলে অনেকেই নিতে চান না। বাজারে কিংবা মুদিখানা দোকানে একসাথে অনেক গুলি খুচরো পয়সা দিলেই অনেকেই বিরক্ত হন বা রেগে যান। সেই কারণে খুচরো পয়সা দিয়ে লেনদেন করা এখন অনেকটাই দুষ্কর হয়ে উঠেছে। তবে এরই মাঝে ব্যতিক্রম ঘটনা ঘটল নদিয়ার ভীমপুরে। পেশায় বিড়ি ব্যবসায়ী সুব্রত সরকার খুচরো পয়সা দিয়ে লাখ টাকার বাইক কিনে রীতিমতো চমকে দিলেন সবাইকে!
এক টাকা বা দু’টাকার কয়েন গ্রামে বা মফস্বলে অনেকেই নিতে চান না। বাজারে কিংবা মুদিখানা দোকানে একসাথে অনেক গুলি খুচরো পয়সা দিলেই অনেকেই বিরক্ত হন বা রেগে যান। সেই কারণে খুচরো পয়সা দিয়ে লেনদেন করা এখন অনেকটাই দুষ্কর হয়ে উঠেছে। তবে এরই মাঝে ব্যতিক্রম ঘটনা ঘটল নদিয়ার ভীমপুরে। পেশায় বিড়ি ব্যবসায়ী সুব্রত সরকার খুচরো পয়সা দিয়ে লাখ টাকার বাইক কিনে রীতিমতো চমকে দিলেন সবাইকে!
advertisement
2/5
নদিয়ার ভীমপুর থানার অন্তর্গত কুলগাছি এলাকার এক বিড়ি ব্যবসায়ী সুব্রত সরকার। গ্রামের একদল মহিলা ও অন্যান্য ব্যক্তিদের দিয়ে মজুরি দিয়ে বিড়ি তৈরি করান। এবং সেই বিড়ি দোকানে দোকানে গিয়ে বিক্রি করেন তিনি।
নদিয়ার ভীমপুর থানার অন্তর্গত কুলগাছি এলাকার এক বিড়ি ব্যবসায়ী সুব্রত সরকার। গ্রামের একদল মহিলা ও অন্যান্য ব্যক্তিদের দিয়ে মজুরি দিয়ে বিড়ি তৈরি করান। এবং সেই বিড়ি দোকানে দোকানে গিয়ে বিক্রি করেন তিনি।
advertisement
3/5
বিভিন্ন দোকানে যাওয়ার জন্য তার রয়েছে পুরনো একটি বাইক। সেই বাইক চালাতে মাঝেমধ্যেই অসুবিধায় পড়তে হয় তাকে। অনেকদিন ধরে ইচ্ছে ছিল একটি নতুন বাইক কেনার। নিজের জমানো খুচরো পয়সা দিয়ে কিনে ফেলেন নিজের স্বপ্নের বাইক। যদিও সম্পূর্ণ বাইকটি কিন্তু খুচরো পয়সা ছাড়াও বাকি কিছু নোটও দিতে হয়েছে তাকে।
বিভিন্ন দোকানে যাওয়ার জন্য তার রয়েছে পুরনো একটি বাইক। সেই বাইক চালাতে মাঝেমধ্যেই অসুবিধায় পড়তে হয় তাকে। অনেকদিন ধরে ইচ্ছে ছিল একটি নতুন বাইক কেনার। নিজের জমানো খুচরো পয়সা দিয়ে কিনে ফেলেন নিজের স্বপ্নের বাইক। যদিও সম্পূর্ণ বাইকটি কিন্তু খুচরো পয়সা ছাড়াও বাকি কিছু নোটও দিতে হয়েছে তাকে।
advertisement
4/5
সুব্রত বাবু জানান, " কয়েক বছর আগে নোট বন্দির সময় বেশ কিছু খুচরো পয়সার বেশি আমদানি হয়েছিল। তখন অনেক ব্যবসায়ীরাই খুচরো পয়সা নিতে চাইছিলেন না। ফলে বেশ কিছু পরিমাণে খুচরো পয়সা জমতে শুরু করে। পরে গুনে দেখি প্রায় ৭০ হাজার টাকার মতো খুচরো পয়সা রয়েছে যার বেশিরভাগই দু টাকা এক টাকার কয়েন। এর আগে গোবড়াপোতার একটি ছেলের খুচরা পয়সা দিয়ে বাইক কেনার কথা শুনেছি। সেই কারণেই আসাননগরের একটি বাইকের শোরুম এগিয়ে ম্যানেজারের সাথে কথা বলি খুচরো পয়সা দিয়ে বাইক কেনার জন্য। তিনিও রাজি হয়ে যান।"
সুব্রত বাবু জানান, " কয়েক বছর আগে নোট বন্দির সময় বেশ কিছু খুচরো পয়সার বেশি আমদানি হয়েছিল। তখন অনেক ব্যবসায়ীরাই খুচরো পয়সা নিতে চাইছিলেন না। ফলে বেশ কিছু পরিমাণে খুচরো পয়সা জমতে শুরু করে। পরে গুনে দেখি প্রায় ৭০ হাজার টাকার মতো খুচরো পয়সা রয়েছে যার বেশিরভাগই দু টাকা এক টাকার কয়েন। এর আগে গোবড়াপোতার একটি ছেলের খুচরা পয়সা দিয়ে বাইক কেনার কথা শুনেছি। সেই কারণেই আসাননগরের একটি বাইকের শোরুম এগিয়ে ম্যানেজারের সাথে কথা বলি খুচরো পয়সা দিয়ে বাইক কেনার জন্য। তিনিও রাজি হয়ে যান।"
advertisement
5/5
বাইকের শোরুমের ম্যানেজার প্রবীর বিশ্বাস জানান, " মঙ্গলবার দুপুরে ওই ক্রেতা শোরুম এসে যোগাযোগ করলে আমরা হ্যাঁ বলেছিলাম, তারপরের দিনই তিনি বেশ কয়েকটি ঝোলায় করে নিয়ে আসে খুচরো পয়সার কয়েন। তার বাইক কেনার আগ্রহ দেখে মঙ্গলবার সন্ধ্যের আগেই তার হাতে তার স্বপ্নের বাইক তুলে দিতে পেরেছি আমরা"।
বাইকের শোরুমের ম্যানেজার প্রবীর বিশ্বাস জানান, " মঙ্গলবার দুপুরে ওই ক্রেতা শোরুম এসে যোগাযোগ করলে আমরা হ্যাঁ বলেছিলাম, তারপরের দিনই তিনি বেশ কয়েকটি ঝোলায় করে নিয়ে আসে খুচরো পয়সার কয়েন। তার বাইক কেনার আগ্রহ দেখে মঙ্গলবার সন্ধ্যের আগেই তার হাতে তার স্বপ্নের বাইক তুলে দিতে পেরেছি আমরা"।
advertisement
advertisement
advertisement