বাড়িতে শহীদ জওয়ানের দেহ ফেরাতেই গোটা পাড়া তাকে শ্রদ্ধা জানাতে আসে। স্বাভাবিকভাবেই কান্নায় ভেঙে পড়ে তার পরিবার। এমন জলজ্যান্ত ছেলেটির আকস্মিক প্রয়াণে কিছুতেই মেনে নিতে পারছে না শহীদের পরিবারের সদস্যরা। স্বাভাবিকভাবে এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। মৃত জওয়ানের কফিন বন্দি দেহ আসার আগে স্থানীয় বাসিন্দারা রাস্তায় সন্দীপর নাম ফুল দিয়ে লিখে তাকে অভ্যর্থনা জানায়।
advertisement
আরও পড়ুনঃ নদিয়ার ধুবুলিয়ায় আগুন লেগে পরপর পাঁচটি বাড়ি ভষ্মীভূত
এছাড়াও কফিন বন্দী দেহতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে, স্থানীয় বাসিন্দারা এবং সেনাবাহিনীর আধিকারিকেরাও। প্রসঙ্গত বেশ কয়েকদিন আগেই নদিয়া জেলার নিবাসী সেনাবাহিনীতে নিযুক্ত থাকা এক সেনা জওয়ান কর্তব্যরত অবস্থায় মারা যায়। সেই খবর শোনা মাত্রই গোটা এলাকায় নেমে এসেছিল শোকের ছায়া। সেই রেশ কাটতে লাগতেই আবারও কর্তব্যরত অবস্থায় শহীদ হতে হল নদিয়া জেলার নিবাসী আরও এক জওয়ানকে।
Mainak Debnath