উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই জেলার বিভিন্ন জায়গায় হানা দিয়ে বিপুল পরিমাণে বিলেতি মদ ও দেশি মদ উদ্ধার করছে পুলিশ। এবারেও গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে বেআইনি দেশি মদ বিক্রেতা পাঁচুগোপাল বসাককে গ্রেফতার করে পুলিশ। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৮ বোতল বেআইনি দেশি মদ।
আরও পড়ুন: ফের সামশেরগঞ্জে ভাঙনের তাণ্ডব গঙ্গার, সব হারানোর আশঙ্কায় আতঙ্কিত গ্রামবাসীরা
advertisement
প্রশাসন সূত্রে খবর, নদিয়ায় বেআইনি মদের বিক্রি অনেকটাই বেড়ে গিয়েছে। এর আগে একাধিকবার চোলাই মদ খাওয়ার কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে চোলাই এবং অবৈধ মদের কারবার ঠেকাতে নড়েচড়ে বসে জেলা পুলিশ। তারই এক নিদর্শন দেখা গেল তাহেরপুরে। পুলিশ সূত্রে খবর, অতর্কিত হানায় ওই বেআইনি মদ বিক্রেতা হতভম্ব হয়ে যায়। তার ফলেই পুলিশ তাকে বেআইনি দেশি মদের বোতলসহ গ্রেফতার করে। এইভাবে পুলিশের অভিযান চলতে থাকলে নদিয়া জেলায় বেআইনি মদের কারবার অনেকটাই বন্ধ হবে বলে সাধারন মানুষের আশা।
মৈনাক দেবনাথ






