Ganga Erosion: ফের সামশেরগঞ্জে ভাঙনের তাণ্ডব গঙ্গার, সব হারানোর আশঙ্কায় আতঙ্কিত গ্রামবাসীরা
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
মুর্শিদাবাদের সামসেরগঞ্জে আবার নদী ভাঙন শুরু। গঙ্গার তাণ্ডবে রাতের ঘুম উড়েছে গ্রামবাসীদের
মুর্শিদাবাদ: 'নদীর ধারে বাস, দুঃখ বারো মাস!' এই বাংলা প্রবাদ বাক্যটি জীবনের অংশ হয়ে গিয়েছে সামসেরগঞ্জের কামালপুরের মানুষের। কিছুদিন থমকে থাকার পর এখানে ফের শুরু হয়েছে গঙ্গা ভাঙন। প্রায় পাঁচ বিঘা জমি নদীর তলায় চলে গিয়েছে, বাড়িতে বাড়িতে ফাটল ধরেছে। যেকোনও সময় বাড়িঘর সব নদীতে তলিয়ে যাওয়ার আশঙ্কায় ভুগছেন গ্রামের বাসিন্দারা। সবকিছু গিলে খেতে খেতে এগিয়ে আসার নদীর পাড়ের ঠিক পাশেই আছে মসজিদ, এসএসকে স্কুল সহ অন্তত ৫০ টি ঘর। নদী ভাঙনের কোনও স্থায়ী সমাধান না করলে এগুলি গঙ্গায় তলিয়ে যাবে বলে দাবি গ্রামবাসীদের।
এলাকার স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে এই গঙ্গা ভাঙনের প্রতিকার করুক সরকার। ভয়ে গ্রামের মানুষের রাতের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে তাঁরা বালি দিয়ে অস্থায়ী বাঁধ নয়, চাইছেন স্থায়ী পাকা নদী বাঁধ তৈরি করে দেওয়া হোক।
advertisement
এর আগে বোগদাদনগর পঞ্চায়েতের সাতঘরিয়া, শিকদারপুর, প্রতাপগঞ্জ গ্রামে শুরু হয় নদী ভাঙন। একের পর এক চাষের জমি নদীতে তলিয়ে যায়। সেই সময় বাড়ি ভেঙে ফেলা শুরু করেছিলেন গ্রামবাসীরা। তবে এতেও সমস্যার সমাধান কিছু হয়নি। আর তার জন্য এলাকার জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে গ্রামবাসীদের মধ্যে। এর আগে ভাঙনে তলিয়ে গিয়েছে সামসেরগঞ্জের প্রতাপগঞ্জ-মহেশটোলা এলাকার একমাত্র কালী মন্দিরটি। এই পরিস্থিতিতে ফের ভাঙন শুরু হওয়ায় দিশেহারা এলাকার মানুষ।
advertisement
কৌশিক অধিকারী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 21, 2023 3:54 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Ganga Erosion: ফের সামশেরগঞ্জে ভাঙনের তাণ্ডব গঙ্গার, সব হারানোর আশঙ্কায় আতঙ্কিত গ্রামবাসীরা