ঘটনার সুত্রপাত বেশকিছুদিন আগে। ওই চাষি বার বার পঞ্চায়েতে অভিযোগ জানিয়েও কোনও ফল না পেয়ে নিজের জমি বেড়া দিয়ে ঘিরে দেন। এরপরই তাঁর জমির ফসল গবাদি পশু দিয়ে খাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি তাঁর জমির পাশের একটি সরকারি খাস জমিও পিলার পুঁতে প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামীর নেতৃত্বে দখল নেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
advertisement
আরও পডুন: পাম্প বনাম ট্যাঙ্কার দ্বন্দ্বে উচ্চমাধ্যমিকের সময়ই জ্বালানি শূন্য হয়ে পড়তে পারে দক্ষিণবঙ্গ
যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন ওই প্রাক্তন পঞ্চায়েত প্রধান। এদিকে ঘটনার সঙ্গে জড়িত স্থানীয় ক্লাব কর্তৃপক্ষের দাবি, সামনে ফুটবল খেলার মাঠ আছে। সেই ফুটবল খেলার মাঠে ইটের প্রাচীর দেওয়ার পরেও ওই কৃষক পেরেক দিয়ে বেড়া দিয়েছে। তাতে খেলার সময় দুর্ঘটনা ঘটতে পারত। তাই তাঁরা বেড়া দিতে বাধা দিলেও চাষের জমির কোনও ক্ষতি করেননি বলে দাবি করেন। এদিকে ওই চাষি সঠিক বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।
মৈনাক দেবনাথ