Howrah News: পাম্প বনাম ট্যাঙ্কার দ্বন্দ্বে উচ্চমাধ্যমিকের সময়ই জ্বালানি শূন্য হয়ে পড়তে পারে দক্ষিণবঙ্গ

Last Updated:

মৌরিগ্রামের ইন্ডিয়ান অয়েল ডিপোতে ট্যাঙ্কার মালিকদের একাংশের সঙ্গে অন্য অংশের বিরোধ চরমে। ওয়েস্ট বেঙ্গল অয়েল ট্যাঙ্কার অ্যাসোসিয়েশন দাবি, প্রতিদিন এই ডিপো থেকে ১৮০ টি ট্যাঙ্কারে করে তেল বের হয়। যায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পেট্রল পাম্পে। এছাড়াও বেশকিছু পেট্রল পাম্প মালিকের নিজস্ব অয়েল ট্যাঙ্কার আছে। তাঁরা নিজস্ব অয়েল ট্যাঙ্কারের মাধ্যমে জ্বালানি নিজেদের পাম্পে নিয়ে আসেন। ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার অ্যাসোসিয়েশনের অভিযোগ, যে পেট্রল পাম্প মালিকদের ট্যাঙ্কার আছে, তাঁরা নিজের পাম্পের জন্য তেল তোলার পাশাপাশি অন্যান্য পাম্পেও তেল সরবরাহ করছেন।

হাওড়া: ওয়েস্ট বেঙ্গল অয়েল ট্যাঙ্কার অ্যাসোসিয়েশনের ডাকে ধর্মঘটের পথে হাঁটলেন ট্যাঙ্কার মালিকরা। মূলত মৌরিগ্রামের ইন্ডিয়ান অয়েল ডিপোতে এই কর্মবিরতি শুরু হয়েছে। ফলে হাওড়া, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জ্বালানি সরবরাহ ব্যাহত হয়েছে। উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন এই ঘটনায় উদ্বিগ্ন পেট্রল পাম্প মালিকরা।
মৌরিগ্রামের ইন্ডিয়ান অয়েল ডিপোতে ট্যাঙ্কার মালিকদের একাংশের সঙ্গে অন্য অংশের বিরোধ চরমে। ওয়েস্ট বেঙ্গল অয়েল ট্যাঙ্কার অ্যাসোসিয়েশন দাবি, প্রতিদিন এই ডিপো থেকে ১৮০ টি ট্যাঙ্কারে করে তেল বের হয়। যায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পেট্রল পাম্পে। এছাড়াও বেশকিছু পেট্রল পাম্প মালিকের নিজস্ব অয়েল ট্যাঙ্কার আছে। তাঁরা নিজস্ব অয়েল ট্যাঙ্কারের মাধ্যমে জ্বালানি নিজেদের পাম্পে নিয়ে আসেন। ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার অ্যাসোসিয়েশনের অভিযোগ, যে পেট্রল পাম্প মালিকদের ট্যাঙ্কার আছে, তাঁরা নিজের পাম্পের জন্য তেল তোলার পাশাপাশি অন্যান্য পাম্পেও তেল সরবরাহ করছেন। এর ফলে তাঁদের ব্যবসার ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে দাবি জানান অ্যাসোসিয়েশনের সদস্য ট্যাঙ্কার মালিকরা।
advertisement
advertisement
এই বিষয়ে ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোন‌ও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এরই প্রতিবাদে বৃহস্পতিবার থেকে কর্মবিরতির পথে হেঁটেছেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। কর্মবিরতি পালন করছেন। তাঁরা ডিপো থেকে তেল তোলা বন্ধ করে দেন। এদিকে ওয়েস্ট বেঙ্গল পেট্রলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানান হয়, পেট্রল পাম্পের মালিকরা নিজেদের ট্যাঙ্কারের তেল তুলছেন। কিন্তু তাতে বাধা দিচ্ছেন ট্যাঙ্কার অ্যাসোসিয়েশনের সদস্যরা। তাঁদের দাবি, দরপত্রের মাধ্যমে নিয়ম মেনে তাঁরা আইওসি-র সঙ্গে দীর্ঘদিন ব্যবসা করছেন। পাম্পে তেলের চাহিদা বেশি থাকালে দ্বিতীয়বার নিজের পাম্প এবং অন্যান্য পাম্পের জন্য ট্যাঙ্কারে তেল তুলতে বাধা দেওয়া হচ্ছে। এটা অনৈতিক ব্যাপার। এটা তাঁরা মেনে নেবেন না।
advertisement
বুধবার পুলিশের উপস্থিতিতে পাম্প মালিকরা বেশ কিছু ট্যাঙ্কারে তেল তোলেন। তাঁদের অভিযোগ, এইরকম পরিস্থিতি চললে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন প্রচুর পাম্পে তেল ফুরিয়ে যাবে। ফলে সমস্যায় পড়তে হবে পরীক্ষার্থীদের।
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, বৃহস্পতিবার আইওসি কর্তৃপক্ষের সঙ্গে পেট্রলিয়াম ট্যাঙ্কারস অ্যাসোসিয়েশন এবং পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন বৈঠকে বসতে চলেছে। কার্যত ওই বৈঠকের দিকেই তাকিয়ে রয়েছেন সকলে। এখন দেখার ঐ বৈঠক থেকে কোন‌ও সমাধান সূত্র পাওয়া যায় কিনা।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: পাম্প বনাম ট্যাঙ্কার দ্বন্দ্বে উচ্চমাধ্যমিকের সময়ই জ্বালানি শূন্য হয়ে পড়তে পারে দক্ষিণবঙ্গ
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement