Nisha Chatterjee Threatens Humayun Kabir: সম্মানহানির অভিযোগ, মামলার হুঁশিয়ারি দিলেন নিশা! নতুন দল ঘোষণার পরই বিপাকে হুমায়ুন
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Debamoy Ghosh
Last Updated:
তাঁর প্রার্থীপদ বাতিলের কথা জানতে পেরেই পাল্টা হুমায়ুনের বিরুদ্ধে মুখ খোলেন নিশাও৷
নতুন দল ঘোষণা করার পরই অস্বস্তিতে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর৷ তৃণমূলের সাসপেন্ডেড বিধায়কের বিরুদ্ধে সম্মানহানির অভিযোগ তুলে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিলেন নিশা চট্টোপাধ্যায়৷ সোমবার এই নিশা চট্টোপাধ্যায়ের নামই আগামী বছর বিধানসভা নির্বাচনে বালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন হুমায়ুন কবীর৷ যদিও চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই এ দিন সকালে হুমায়ুন জানিয়ে দেন, বালিগঞ্জ থেকে নিশা চট্টোপাধ্যায়কে প্রার্থী করছে না দল৷ এর পরই হুমায়ুনের বিরুদ্ধে পাল্টা মুখ খুলেছেন নিশাও৷
গত সোমবার মুর্শিদাবাদের বেলডাঙায় নতুন দলের নাম ঘোষণা করেন হুমায়ুন৷ ২০২৬ সালের বিধানসভা ভোটের জন্য রাজ্যের বেশ কয়েকটি কেন্দ্রে নিজের দলের প্রার্থীদের নামও ঘোষণা করেন তিনি৷ মঞ্চে নিশা চট্টোপাধ্যায়কে নিজের পাশে দাঁড় করিয়েই তাঁর নাম বালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী হিসেবে ঘোষণা করে দেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান৷
কিন্তু হুমায়ুন নিশার নাম ঘোষণার পরই তাল কাটে৷ গতকাল সন্ধের পর থেকেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে নিশার একের পর এক রিলস এবং ভিডিও৷ এর পর এ দিন সকালেই ওই ভিডিও এবং রিলসগুলির রুচি নিয়ে প্রশ্ন তুলে হুমায়ুন জানিয়ে দেন, নিশাকে বালিগঞ্জ থেকে প্রার্থী করছে না তাঁর দল৷ নিশাকে যে ধরনের ভিডিও-তে দেখা গিয়েছে, তা জনমানসে তাঁর দলের ভাবমূর্তিকে খারাপ করবে বলেও দাবি করেন হুমায়ুন৷
advertisement
advertisement
তাঁর প্রার্থীপদ বাতিলের কথা জানতে পেরেই পাল্টা হুমায়ুনের বিরুদ্ধে মুখ খোলেন নিশাও৷ তিনি দাবি করেন, হুমায়ুনের সঙ্গে তাঁর পূর্ব পরিচয় ছিল৷ নতুন দল করলে তাতে তাঁকে জায়গা করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন হুমায়ুন৷ যদিও নিশার দাবি, প্রার্থী হবেন বলে তিনি মুর্শিদাবাদে হুমায়ুনের দল ঘোষণার অনুষ্ঠানে যাননি৷ আচমকাই মঞ্চে ডেকে হুমায়ুন বালিগঞ্জের প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করে দেন বলেই দাবি নিশার৷
advertisement
ক্ষুব্ধ নিশা চট্টোপাধ্যায় এ দিন বিকেলে সাংবাদিক বৈঠক করে বলেন, আমি সমাজসেবামূলক কাজও করি। সোশ্যাল মিডিয়ায় আমার যথেষ্ট ফলোয়ার রয়েছে। আমাকে প্রার্থী করে প্রথমে প্রচার করা হয়েছে, তারপর আবার নাম বাদ দিয়ে অপমান করা হয়েছে। এতে আমার সম্মানহানি হয়েছে। আমার ফলোয়ার্স-রা হতাশ হয়েছে। আমি হুমায়ুন কবীরের বিরুদ্ধে মানহানির মামলা করব। কেন তিনি আমার সম্মান নিয়ে খেললেন?
advertisement
হুমায়ুনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে নিশা আরও বলেন, ‘আমার নাম যখন ঘোষণা হয়েছে তখনও আমি হতাশ। যখন নাম প্রত্যাহার করেছে তখনও হতাশ। উনি নতুন দল করেছেন বলে তাই গিয়েছিলাম। আমি সমাজসেবামূলক কাজ করি৷ মানুষের জন্য কাজ করতে চাই৷ সেই হিসেবে গিয়েছিলাম। আগেই বলেছিলেন দল করলে তোমাকে জায়গা দেব। হঠাৎ আমার নাম ঘোষণা করা হয়।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 23, 2025 6:32 PM IST









