বয়স বাড়লেও তার কাজের ক্ষমতা কমেনি এতটুকু। তবে তার বয়সের জন্য রানাঘাট পৌরসভার পক্ষ থেকে বিকেল ৪টে থেকে রাত ৯ টা অবধি যানজট রুখতে ও গাড়ি চলাচল স্বাভাবিক রাখতে তার ওপর দায়িত্ব দিয়েছেন। তার কর্মজীবনে কোনদিন দুর্ঘটনা হয়নি, তার সিদ্ধান্ত সব সময় সঠিক হয়েছে এমনটাই অভিমত পথ চলতিদের। ৬৪ বছর বয়সে স্বপন কুমার চ্যাটার্জী এখনও সদা অবিচল। ইতিমধ্যে বহু পুরস্কার লাভ করেছেন। গুরত্বপূর্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে দীর্ঘদিন সুনামের সঙ্গে কাজ করে গেছেন।
advertisement
আরও পড়ুন: ATM-এ কার্ড ঢোকাতেই ঘটে গেল সর্বনাশ! মাত্র ১৫ মিনিটে গায়েব লক্ষ লক্ষ টাকা! সাবধান
তাই রানাঘাটের বাসিন্দা স্বপন কুমার চ্যাটার্জীকে পৌরসভা কাজে রেখেছেন।বয়স যে কোনও বাঁধা হতে পারে না তার কাজের মধ্যে দিয়ে প্রমাণ দিয়ে যাচ্ছেন তিনি। বাড়িতে স্বামী স্ত্রীর সংসার। তার পেশা যে কখন নেশা হয়ে দাড়িয়ে গেছে তাকে দেখলেই বোঝা যায়।
Mainak Debnath





