তারপর তরুণীর ঘরে ঢুকে গলায় ওড়না জড়িয়ে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ। ঘটনার পর বিপ্রজিতকে ঘর থেকে বের হতে দেখে মৃতার দুই দাদা। এরপর খবর দেওয়া হয় স্থানীয় হাসখালি থানায়। হাসখালি থানার পুলিশ এসে গলায় ওড়না জড়ানো মৃতদেহ উদ্ধার করে।
আরও পড়ুন - IPL 2023: বড় খারাপ খবর কেকেআর শিবিরে, সামনের আইপিএলে খেলবেন না প্যাট কামিন্স
advertisement
সেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায় হাসপাতালে। এরপরেই পুলিশ বিপ্রজিত সরকারকে প্রথমে আটক করে ও পরে গ্রেফতার করে। স্বাভাবিকভাবেই কান্নায় ভেঙে পড়েছেন ওই তরুণীর পরিবার।
আরও পড়ুন - IPL : পোলার্ডকে ছাড়ল মুম্বই, কেকেআর নিয়ে নিল শার্দুলকে, দেখে নিন আইপিএল ট্রান্সফার উইন্ডোর বড় খবর
ঘটনায় অভিযুক্ত বিপ্রজিত সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে মৃতার পরিবার। স্বাভাবিকভাবেই এই ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে হাঁসখালি থানার পুলিশ। মৃত তরুনীর পরিবারের দাবি মেয়েকে প্রায় দিনই উত্যক্ত করত বিপ্রজিত। বিপ্রজিত তাকে বিয়েও করার প্রস্তাব দেয় বলে জানা যায়, কিন্তু তরুণী তাতে রাজি হয় না। সেই কারণেই প্রতিশোধ নিতেই খুন করেছে বিপ্রজিত, এমনটাই অভিযোগ মৃত তরুণীর পরিবারের। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Mainak Debnath