পরীক্ষার বেশ কিছু সময় আগেই পরীক্ষা কেন্দ্রে বিভিন্ন পরীক্ষার্থীদের উপস্থিতির লক্ষ্য করা গিয়েছে। কড়া নিরাপত্তা ও পুলিশি পাহারার মধ্যে নির্বিঘ্নে জেলার প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা টেট পরীক্ষা দিলেন বলে জানা যায়। প্রত্যেক পরীক্ষার্থীরাই নিজেদের পরিচয় পত্র এবং এডমিট কার্ড সাথে নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে নির্বিঘ্নে এদিন পরীক্ষা দিলেন।
আরও পড়ুন - বড়দিনের আগে ব্যান্ডেল চার্চে উপচে পড়ল ভিড়, টেট পরীক্ষা দিতে এসে ঘুরে গেলেন স্পট
advertisement
আরও পড়ুন - সদ্যোজাতকে কোলে নিয়ে হাজির টেট দিতে, স্তন্যপান করিয়ে ঢুকলেন পরীক্ষার হলে
প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে ছিল পুলিশের নজরদারি।
নদিয়ার কৃষ্ণগঞ্জে মাজদিয়ার সুধীর রঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়, মাজদিয়া রেলবাজার হাই স্কুল এবং কৃষ্ণগঞ্জ অনিল স্মৃতি হাই স্কুলে টেট পরীক্ষার আসন পরে। প্রত্যেক পরীক্ষা কেন্দ্রেই নির্বিঘ্নে স্বাভাবিকভাবেই পরীক্ষা হয়েছে বলে জানাচ্ছেন পরীক্ষার্থীরা। এছাড়াও প্রশ্নপত্র নিয়ে ও তাদের কোনও অভিযোগ নেই।
পরীক্ষার্থীদের থেকে জানা যায়, পরীক্ষা যেমন স্বচ্ছ স্বাভাবিকভাবে হয়েছে ঠিক তেমনি টেটের ফলাফলও যাতে স্বচ্ছ স্বাভাবিকভাবেই প্রকাশ পায়। টেট পরীক্ষা নিয়ে একাধিক দুর্নীতির খবর এর আগেই উঠে এসেছে খবরের শিরোনামে। সেই কারণেই পরীক্ষার্থীদের দাবি যাতে এবারে টেট পরীক্ষা এবং তার ফলাফল স্বচ্ছ ও স্বাভাবিকভাবেই সম্পন্ন করা হয়।
Mainak Debnath