সূত্রের খবর, গত শনিবার সরিষাডাঙা হাই স্কুলের কিছু শিক্ষকের বিরুদ্ধে স্কুলের ভিতর অসামাজিক কার্যকলাপের অভিযোগ ওঠে। অভিযোগ, বিষয়টি জানতে পেরে কিছু অভিভাবক স্কুলে গিয়ে তার প্রতিবাদ করলে স্কুলে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে প্রতিবাদী অভিভাবকদের গ্রেফতার করে গাংনাপুর পুলিশ। অভিযোগ, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার স্কুলে রানাঘাট দুই নম্বর ব্লকের বিডিওর পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়।
advertisement
অভিযোগ, সেই আলোচনা সভায় স্থানীয় নেতা যোগ দেওয়ার জন্য স্কুলে ঢুকতে গেলে তার বিরুদ্ধে প্রতিবাদ করে বিক্ষোভে সামিল হয় ছাত্ররা। অভিযোগ, এরপরেই ওই নেতাদের নির্দেশে বিক্ষোভরত ছাত্রদের ওপর লাঠি চালায় পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গুরুতর আহত অবস্থায় রানাঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন - Purba Bardhaman News: স্ত্রী বাপের বাড়ির থেকে টাকা আনতে না পারায় নোড়া মেরে খুন, অবশেষে স্বামীর শাস্তি
এই বিষয়ে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া জানানো না হলেও স্কুলে অসামাজিক কার্যকলাপের অভিযোগ অস্বীকার করেছেন স্কুলের শিক্ষকরা। তবে কি কারণে পুলিশ ছাত্রদের উপর লাঠি চালাল তা নিয়ে কিছু বলতে চাননি শিক্ষকরা। ঘটনায় ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সরিষাডাঙ্গা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উদ্যোগী হয়েছে পুলিশ।
Mainak Debnath