Purba Bardhaman News: স্ত্রী বাপের বাড়ির থেকে টাকা আনতে না পারায় নোড়া মেরে খুন, অবশেষে স্বামীর শাস্তি
- Published by:Debalina Datta
Last Updated:
কালনায় নোড়া দিয়ে আঘাত করে স্ত্রীকে খুন করার ঘটনায় স্বামীর যাবজ্জীবন
#পূর্ব বর্ধমান: নোড়া দিয়ে মাথায় আঘাত করে স্ত্রীকে খুন করেছিল স্বামী। সেই ঘটনায় দোষী সাব্যস্ত ওই স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় শোনালো কালনা আদালত। মঙ্গলবার কালনা আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক এই রায় দেন। ওই ঘটনার পর এতদিন শুনানি চলছিল। আগের দিনই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন বিচারক। এরপর আজ রায় ঘোষণা করেন।
পূর্ব বর্ধমান জেলার কালনার সিঙের কোনের আনোকা গ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। নিজের স্ত্রীকে নোড়া দিয়ে মাথা থেঁতলে খুন করার দায়ে সেই ব্যক্তিকে যাবজ্জীবন সাজা শোনালেন কালনা আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক সুধীর কুমার। ২০১৭ সালের আগস্ট মাসের ১৭ তারিখ ওই ঘটনা ঘটেছিল।
advertisement
advertisement
সাজা প্রাপ্ত ওই ব্যক্তির নাম নীলু বাগ। অভিযোগ ছিল, বিয়ের পর থেকেই বাপের বাড়ি থেকে পন আনার জন্য স্ত্রীর ওপর চাপ দিত নীলু। বাপের বাড়ি থেকে টাকা আনতে অস্বীকার করলে স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন চালাত নীলু। তা নিয়ে পরিবারে মাঝেমধ্যেই অশান্তি হতো। সেই অশান্তির জেরেই নোড়া দিয়ে থেঁতলে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠেছিল নীলুর বিরুদ্ধে।
advertisement
কালনা আদালতের আইনজীবী মলয় পাঁজা বলেন, ‘‘বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য স্ত্রীকে সেখানে পাঠিয়েছিল নীলু। তার স্ত্রী খালি হাতে বাড়ি ফিরে আসেন এরপর সেই রাতেই নোড়া দিয়ে মাথা থেঁতলে তাকে খুন করে নীলু। ওই ঘটনায় কালনা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। সংশোধনাগারে রেখেই তার এতদিন ধরে বিচার চলছিল। কালনা থানার তৎকালীন IO শরিফুল ইসলাম সহ মোট পনেরো জনের স্বাক্ষ্য গ্রহণের পর এদিন মঙ্গলবার তাকে যাবজ্জীবনের সাজা শোনালেন কালনা আদালতের বিচারক।’’
advertisement
এদিন এই মামলার কি রায় হয় তা জানতে আইনজীবীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রায় ঘোষণার আগে আদালত কক্ষ আইনজীবীদের ভিড়ে ঠাসা ছিল। এই রায়কে স্বাগত জানিয়েছে মৃতার বাপের বাড়ি সদস্যরা।
Saradindu Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
August 24, 2022 11:56 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Bardhaman News: স্ত্রী বাপের বাড়ির থেকে টাকা আনতে না পারায় নোড়া মেরে খুন, অবশেষে স্বামীর শাস্তি