নরেন্দ্র মোদির জীবনী নিয়ে বিভিন্ন জায়গায় করা হচ্ছে আলোচনা সভা। ঠিক তেমনি দৃশ্য দেখা গেল নদিয়া উত্তর সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়তেও। এদিন কার্যালয়ে উপস্থিত ছিলেন একাধিক বিজেপি নেতা নেতৃত্ববৃন্দরা। উপস্থিত ছিলেন ভারতীয় জনতা যুব মোর্চার পশ্চিমবঙ্গের মুখপাত্র অচিন্ত্য মন্ডল ছাড়াও জেলার একাধিক বিজেপি কর্মীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সামনে রেখে মহাসমারোহে কেক কাটা হয় এই দিন। পাশে চলতে থাকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের উৎসব। ভারতীয় জনতা যুব মোর্চার পশ্চিমবঙ্গের মুখপাত্র অচিন্ত্য মন্ডল বলেন, " সেবাই সংগঠন, এই নীতি নিয়েই আমরা চলি। আজ থেকে শুরু করে একপক্ষ কাল অর্থাৎ ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সেবামূলক কাজকর্ম চলবে। আজকে নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে গোটা দেশজুড়ে যুব মোর্চার তরফ থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করা হয়েছে।"
advertisement
আরও পড়ুন: মহিলারা না থাকলে এই গ্রামে দুর্গা পুজো অসম্ভব! পুরুষরা নয়, মায়ের পুজো সামলান মেয়েরাই!
নদিয়া উত্তর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অর্জুন বিশ্বাস জানান, " নরেন্দ্র মোদীর ৭৩ তম জন্মদিন উপলক্ষে সারা নদিয়া জেলা ব্যাপী বিভিন্ন কর্মসূচি আমরা দেখেছি আজকে। তারমধ্যে আজকের যুব মোর্চার উদ্যোগে রক্তদান শিবির চলছে কৃষ্ণনগর ও নবদ্বীপে। এছাড়াও নরেন্দ্র মোদীর জীবনী নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা সভা করা হচ্ছে"।
Mainak Debnath