TRENDING:

Nadia News: সকালে মন্দিরে এসেই চোখ কপালে! প্রণামী বাক্সের তালা ভেঙে চুরি হাজার হাজার টাকা

Last Updated:

খোলামেলা পরিবেশ হলেও আজ পর্যন্ত এই মন্দিরে কোনদিন চুরির ঘটনা ঘটেনি , ফের মন্দিরের তালা ভেঙে দুঃসাহসিক চুরি শান্তিপুরে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শান্তিপুর: প্রাচীন মন্দিরের গ্রিলের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য। সারা বছর প্রণামি বাক্সতে দান করা অর্থ চুরি করে নেয় দুষ্কৃতীরা। ঘটনাটি নদিয়ার শান্তিপুরের বাগআঁচড়া বাগদেবী মায়ের মন্দিরের। জানা যায় সকালে মন্দিরের গ্রিল খোলা অবস্থায় দেখতে পায় স্থানীয়রা, এরপর খবর দেয় মন্দিরের সেবাইতকে। মন্দিরের সেবাইত এসে দেখে গ্রিলের তালা ভাঙ্গা, এরপরে দেখে প্রণামী বাক্সর তিনটি তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে, এছাড়াও প্রণামী বাক্সতে থাকা টাকা পয়সা কিছুই নেই।
advertisement

মন্দিরের সেবাইত জানিয়েছেন, সারা বছরের ভক্তবৃন্দদের দানের টাকা প্রায় ১৫-১৬ হাজার টাকা ছিল, চক্রান্ত করেই কেউ বা কারা এই চুরির ঘটনা ঘটিয়েছে। জানা যায় প্রত্যেক বছর ফাল্গুন মাসের প্রথম দিন থেকে মায়ের আরাধনার মধ্যে দিয়ে মেলা শুরু হয়, আর ভক্তবৃন্দদের দান করা প্রণামী বাক্সের অর্থ পুজোর ক্ষেত্রে অনেকটাই কাজে লাগে।

advertisement

আরও পড়ুন -  Weather Update: হুড়মুড়িয়ে নামছে তাপমাত্রা, শৈত্যপ্রবাহের সতর্কতার মধ্যেই আবহাওয়ার ভোলবদলের আপডেট

খোলামেলা পরিবেশ হলেও আজ পর্যন্ত এই মন্দিরে কোনদিন চুরির ঘটনা ঘটেনি, এই প্রথম মন্দিরে চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়।

View More

আরও পড়ুন -  কাটামুণ্ড উদ্ধার ঘিরে চাঞ্চল্য, পুরসভার পার্কিং জোনের পাশেই নর্দমায় দেখা গেল সেই দৃশ্য

advertisement

তবে চুরির ঘটনা শান্তিপুর থানার পুলিশকে জানানো হয়, চুরির ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত ইতিমধ্যে তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। যদিও বেশ কিছুদিন ধরেই শান্তিপুরের বিভিন্ন এলাকায় একের পর এক যেভাবে চুরির সংখ্যা বাড়ছে, এর আগেও শান্তিপুরের বেশ কয়েকটি মন্দিরের চুরির অভিযোগ উঠে এসেছে। আর তাতেই কপালে চিন্তার ভাঁজ শান্তিপুর থানার পুলিশ প্রশাসনের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চাকরিতে গিয়ে হাত পুড়িয়ে রান্না, আপনার জন্য রইল সহজে টেস্টি পাবদা মাছ রান্নার রেসিপি
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: সকালে মন্দিরে এসেই চোখ কপালে! প্রণামী বাক্সের তালা ভেঙে চুরি হাজার হাজার টাকা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল