TRENDING:

Nadia News: কলি যুগে হনুমানের লঙ্কা কাণ্ড! নিজের চোখে দেখলেন শান্তিপুরের মানুষ! জানুন

Last Updated:

Nadia News: কলি যুগেও এমন ঘটনা ঘটতে পারে কে জানত! এ যেন একেবারে লঙ্কা কাণ্ড! জানলে অবাক হবেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শান্তিপুর: গ্রামে বা মফস্বলে হনুমান আমরা প্রায়শই দেখতে পাই বাড়ির উঠোনে কিংবা গাছের ডালে। রামায়ণে হনুমানের লঙ্কা কাণ্ডের কথা অনেকেই আমরা পড়েছি। পুরাণ মতে, রাবণপুরী লঙ্কায় গিয়ে হনুমান আগুন দিয়ে নাকি ছারখার করে দিয়েছিলেন। তবে এবারে এই কলি যুগেও হনুমানের এক লঙ্কা কাণ্ড দেখলেন শান্তিপুরবাসী।
advertisement

জানা যায় বৈদ্যুতিক তারে লাফালাফি করায় আগুনের ফুলকি পড়ে একটি পাটের গোদামে। আগুনের ফুলকি পড়তেই শুকনো পাটে লেগে যায় ভয়াবহ আগুন। প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি গোদাম মালিকের। ঘটনাটি নদিয়ার শান্তিপুরের বড়বাজার সংলগ্ন একটি পাটের গোদামের। ওই পাটের গোদাম মালিক ওয়াসিম মণ্ডল জানান, আজ সকালে হঠাৎ তিনি খবর পান তার পাটের গোদামে আগুন জ্বলছে, এরপর ছুটে আসেন তিনি। খবর দেন শান্তিপুর দমকল অফিসে, ঘটনাস্থলে আসে আগুন নেভানোর একটি ইঞ্জিন, এরপর বেশ খানিকটা সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে দমকলবাহিনীর কর্মীরা। স্বাভাবিকভাবেই এই ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

advertisement

গোদাম মালিক ওয়াসিম মণ্ডলের দাবি তার পাটের গোদামের চালার উপরে বৈদ্যুতিক তারে লাফালাফি করছিল বেশ কিছু হনুমান। সেখানেই তারে ঘষাঘষি হয়ে আগুনের ফুলকি ছিটকে তার গোদামে আগুন লাগে। তবে বেশি সময় গেলে ব্যাপক ক্ষয়ক্ষতি হত বলে ধারণা গোদাম মালিকের। এমনিতেই তিনি ক্ষয়ক্ষতির অনুমান করছেন প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা। স্বভাবতই এই ঘটনায় সাময়িক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। তবে দমকল কর্মীদের তৎপরতায় খুব শীঘ্রই আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সুন্দরবনে বাঘের দৌরাত্ম্য কমছে! তবে পর্যটকদের দর্শন দিচ্ছে দক্ষিণরায়, পিছনে বড় কারণ
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: কলি যুগে হনুমানের লঙ্কা কাণ্ড! নিজের চোখে দেখলেন শান্তিপুরের মানুষ! জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল