উল্লেখ্য দোল উৎসব উপলক্ষে শান্তিপুরে রাজপথে চলছিল শোভাযাত্রা, শোভাযাত্রা চলাকালীন শান্তিপুর কামারপাড়া ও খাঁ পাড়ার মধ্যে শুরু হয় বচসা। অভিযোগ, খাঁ পাড়ার বেশ কয়েকজন সদস্যকে বেধড়ক মারধর করে কামারপাড়ার বেশ কয়েকজন যুবক। এছাড়াও শোভাযাত্রার লাইট ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে। খাঁ পাড়ার শুভঙ্কর খা নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়, তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, সেখানেই প্রাথমিক চিকিৎসা করা হয় আহত ব্যক্তির।
advertisement
আরও পড়ুন: অন্তঃসত্ত্বাকে ধর্ষণের মারাত্মক অভিযোগ, কুলতলিতে গ্রেফতার পূর্বপরিচিত যুবক
আরও পড়ুন: জাগ্রত কালী মন্দিরে এ কী দৃশ্য, সিসিটিভিতে ধরা পড়ল মারাত্মক কাণ্ড!
অভিযোগ ওই ব্যক্তিকে বাঁশ দিয়ে মারা হয়, যার কারণে কান ফেটে যায়। যদিও চিকিৎসকেরা ওই ব্যক্তিকে অন্যত্র স্থানান্তর করে। অন্যদিকে, পাল্টা অভিযোগ কামারপাড়া বারোয়ারির। তাদেরকেও মারধর করার অভিযোগ তোলে তারা। তবে এই ঘটনায় খাঁ পাড়া বারোয়ারির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। যদিও শোভাযাত্রা চলাকালীন দুই বারোয়ারির মারামারির ঘটনায় তদন্তে শান্তিপুর থানার পুলিশ।
মৈনাক দেবনাথ