সম্প্রতি তিনি বিহার থেকে অসমে পোস্টিং পান। এবং সেখান থেকেই এদিন সকালে চাকদায় কৌশিকের পাশের বাড়িতে টেলিফোন মারফত তার মৃত্যুর খবর জানতে পারে পরিবার। তারপরেই স্বাভাবিকভাবেই শোকে ভেঙে পড়ে পরিবারসহ গোটা এলাকাবাসীরা।
আরও পড়ুন: চোর সন্দেহে যুবকের বাড়িতে ঢুকে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে চলল ভয়াবহ অত্যাচার! দেখুন ভিডিও
advertisement
জানা গিয়েছে দেড় বছর আগে অমৃতা বিশ্বাসের সঙ্গে বিয়ে হয় তার। রয়েছে তাদের একটি পুত্র সন্তান। মৃত কৌশিকের বাবা কৃত্তিবাস বিশ্বাস পেশায় কৃষিজীবী।পরিবারের রোজগেরে বলতে একমাত্র ছিলেন কৌশিক। অন্যদিকে তার একটি বর্ণ রয়েছে বলে জানা যায়। পরিবারের অভিযোগ কৌশিকের বন্ধু জয়ন্ত মন্ডল ওরফে পচা তার কাছ থেকে কয়েক লক্ষ টাকা বিভিন্ন সময়ে হাতিয়ে নেয়। এই নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন কৌশিক বলে জানা যায় পরিবার সূত্রে। তবে এখনও তার মৃত্যুর কারণ স্পষ্ট নয়, রয়ে গিয়েছে ধোঁয়াশা বলেই সূত্রের খবর। এদিকে সম্পূর্ণ ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। প্রসঙ্গত কয়েকদিন আগেই উত্তরপ্রদেশের ঝাঁসিতে অনুশীলন করার সময় ট্যাঙ্কার বিস্ফোরণের ফলে মৃত্যু হয় নদীয়ার পলাশী পাড়ার বাসিন্দা এক জওয়ানের।
Mainak Debnath