এরপর রাতে ওই ১০ বছরের শিশু তার দাদুর সাথে বাজারে যাবার পর ফিরে আসার সময় ওই শিশুটিকে ধারালো ছুরি দিয়ে গলাই কোপ মারে বলে অভিযোগ। গতকাল রাতে আইশমালী পুরাতনপাড়ায় এই ঘটনায় শিশুটিকে রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ও পরে তার শরীরের অবনতি হওয়ায় তাকে পড়ে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক জানিয়েছেন তার মাথায় স্ক্যান করাতে হবে। বর্তমানে সুস্থ রয়েছেন আক্রান্ত পরিবারের সদস্যরা। ঘটনাকে কেন্দ্র করে এর আগে একটি মামলা দায়ের হয়েছিল তারই প্রেক্ষিতে ওই শিশুর উপর হামলা বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। স্বাভাবিকভাবেই এই ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সামান্য একটি পাঁচিল তোলাকে কেন্দ্র করে পরিবার ও বিশেষ করে ১০ বছরের একটি শিশুকে আক্রমণের ফলে রীতিমতো ক্ষুব্ধ পরিবারসহ এলাকাবাসীরাও।
advertisement
আরও পড়ুন - Bold and Beautiful: বৃষ্টিতে ভিজে একাকার, গোলাপি শাড়িতে উরফির লাস্য! ভাইরাল
স্থানীয় রানাঘাট থানায় দারস্ত হয়েছেন নির্জাতিতা ওই পরিবারের সদস্যরা। দোষীদের বিরুদ্ধে রানাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা পরিবার। দোষীদের উপযুক্ত শাস্তির দাবী তোলেন ওই শিশুর পরিবার। অন্যদিকে এই ঘটনায় ওই এলাকার দাপুটে গৌতম ভৌমিক এবং তার দলবলের ভয়ে আতঙ্কে দিন গুনছেন তারা। এককথায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান ওই পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।
Mainak Debnath