জমিগুলি তাদের নামে থাকলেও রাতের অন্ধকারে ফলন্ত চাষের জমি থেকে বেশ কিছু দুষ্কৃতীদের মাটি কেটে নেওয়ার অভিযোগ করেন তারা। দীর্ঘদিন ধরে এই ঘটনা চলার পরে অবশেষে প্রশাসনের দারস্থ হয়ে লিখিত অভিযোগ জানান তারা। চাষিরা জানান অভিযোগ করার পরেও কোন সুরাহাহয়নি পুনরায় রাতের অন্ধকারে চাষের জমি থেকে মাটি কেটে ট্রলারে ভর্তি করে সেই মাটি পাচার হচ্ছে ইটভাটায়।
advertisement
আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! দিঘায় নামল বিপর্যয় মোকাবিলা দল
আরও পড়ুন:
প্রতিবাদ করতে গেলে চাষিদের প্রাণে মারার হুমকি পর্যন্ত দেওয়া হয় বলে অভিযোগ জানান তারা। এছাড়াও তারা বলেন নৌকো করে চাষের জমিতে চাষ করতে যাওয়ার সময় মাঝিদের যেতে দেওয়া হয় না সেখানেও বাধা দেয় বেশ কিছু দুষ্কৃতীরা। এরপরেই দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানোর জন্য থানার দারস্থ হন প্রায় ৩৩ জন পুরুষ ও মহিলা চাষিরা। পুলিশের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করার আশ্বাস দেওয়া হয় তাদেরকে। লিখিত অভিযোগ পেয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
Mainak Debnath