Weather Updates | Digha : ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! দিঘায় নামল বিপর্যয় মোকাবিলা দল

Last Updated:

Weather Updates | Digha : কোন বড়সড়ো বিপর্যয় অশনি সংকেত! দিঘা, পদীমা সহ রামনগর এক ব্লকের উপকূলবর্তী অঞ্চলে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল ও রাজ্যের সিভিল ডিফেন্স কর্মীদের মহড়া।  

+
দিঘা

দিঘা সমুদ্র সৈকত 

দিঘা: কোন বড়সড়ো বিপর্যয় অশনি সংকেত! দিঘা, পদীমা সহ রামনগর এক ব্লকের উপকূলবর্তী অঞ্চলে পৌঁছাল জাতীয় বিপর্যয় মোকাবিলা দল ও রাজ্যের সিভিল ডিফেন্স কর্মীরা।রাস্তায় ভেঙে পড়ছে গাছ, বিদ্যুতের তার ছিঁড়ে বিপর্যস্ত রামনগর ১ ব্লকের দিঘা, পদিমা সহ উপকূল এলাকা। উদ্ধারে নামল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা, সঙ্গে রয়েছে দমকল, সিভিল ডিফেন্স ও পুলিশের কর্মীরা।আসলে ঘূর্ণিঝড় সাইক্লোন মোকাবিলায় রামনগর এলাকায় চলছে মহড়া।
জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই মহড়ার আয়োজন করা হয়েছিল। মহড়ায় অংশ নিয়েছে সমস্ত লাইন ডিপার্টমেন্ট।গরম পড়তে শুরু করছে। চৈত্র মাসের শুরু থেকে কালবৈশাখীর ঝড় বৃষ্টির দুর্যোগ। ঝড় বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপর্যস্ত হয় উপকূলের বিস্তীর্ণ এলাকা। এছাড়াও এই মার্চ মাস থেকে জুন মাস পর্যন্ত বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণবাত ঘূর্ণিঝড়ে পরিণত হয় আর তা আছড়ে পড়ে উপকূলে। চরম বিপর্যস্ত হয় উপকূলের জনজীবন। এর আগে ইয়াস বা আমফান ঘূর্ণিঝড়ের পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে প্রশাসন আগে থেকেই তৎপর দূর্যোগ মোকাবিলায়।
advertisement
advertisement
আরও পড়ুন:
এদিন এই মকডিল চলাকালীন অবস্থায় সমস্ত লাইন ডিপার্টমেন্ট ঘূর্ণিঝড়ের সময় কি করণীয় তা দেখিয়েছে। বিদ্যুৎ দফতরের কর্মীরা কিভাবে দ্রুততার সঙ্গে বিদ্যুৎ সংযোগ পুনরায় ফিরিয়ে আনা যায় সেই প্রচেষ্টা করেছে। দমকল বাহিনী রাস্তায় পড়ে থাকা গাছ কেটে রাস্তা পরিষ্কার করা, সিভিল ডিফেন্সের কর্মীরা কাঁচা ঘর থেকে মানুষজনকে সরিয়ে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়ার কাজ করেছে। এ নিয়ে কাঁথির মহকুমা শাসক জানান 'মকডিলের উদ্যেশ্য হল ঘূর্ণিঝড় সহ যেকোন বিপর্যয় উপকূল এলাকায় আছড়ে পড়লে তা মোকাবিলায় কত দ্রুততার সঙ্গে করা সম্ভব তারই প্রস্তুতি।'
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Weather Updates | Digha : ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! দিঘায় নামল বিপর্যয় মোকাবিলা দল
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement