Nadia News: ভবিষ্যতে নারকেলই আয়ের পথ দেখাবে! নয়া উদ্যোগ!
- Published by:Piya Banerjee
Last Updated:
Nadia News: নারকেল উন্নয়ন পর্ষদের উদ্যোগে আয়োজন নারকেল মেলার, নারকেল চাষে আগ্রহী করে তুলতে চাষিদের দেওয়া হয় প্রশিক্ষণ।
শান্তিপুর: নারকেল উন্নয়ন পর্ষদের উদ্যোগে আয়োজন নারকেল মেলার, নারিকেল চাষে আগ্রহী করে তুলতে চাষিদের দেওয়া হয় প্রশিক্ষণ। শান্তিপুর ফুলিয়া বিজ খামারে নারকেল উন্নয়ন পর্ষদের উদ্যোগে চাষিদের উন্নত বিজ্ঞান সম্মত পদ্ধতিতে নারকেল চাষে আগ্রহী করে তুলতে নারকেল মেলার মধ্যে দিয়ে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। সেখানে দেখা যায় নারকেলের পরিত্যক্ত জিনিস দিয়ে বিভিন্ন ঘর সাজানো থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কাজের সামগ্রী ও তৈরি করা হয়েছে।
তাছাড়াও কয়েকশো চাষিদের মধ্যে নারকেলের উৎপাদন পরিচর্চা ও ফলন বৃদ্ধি কিভাবে বাড়ানো যায় তা নিয়েও বিভিন্ন আলোচনা করে নারকেল উন্নয়ন পর্ষদের প্রতিনিধিরা। যদিও ফিতে কেটে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে মেলার শুভ উদ্বোধন করা হয়। উল্লেখ্য নারকেল একটি অত্যন্ত উপকারি ফল। নারকেলের ভেতরের এবং বাইরের দুই অংশই বিভিন্ন কাজে লাগে। নারকেল দিয়ে বিভিন্ন ধরনের পিঠেপুলি, মিষ্টি, তেল ইত্যাদি বিভিন্ন দ্রব্য তৈরি করা হয়ে থাকে।
advertisement
advertisement
এছাড়াও নারকেলের খোল দিয়ে বিভিন্ন ঘর সাজানোর সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী তৈরি করা হয় বর্তমানে। আমাদের দেশে উৎপাদিত নারকেল বর্তমানে রপ্তানি করা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশেও। সেই কারণেই নারকেল পর্ষদ উন্নয়নের পক্ষ থেকে নারকেল চাষে আগ্রহ বাড়ানোর জন্য চাষিদের দেওয়া হল প্রশিক্ষণ।
advertisement
Mainak Debnath
Location :
Kolkata,West Bengal
First Published :
March 23, 2023 4:56 PM IST