Weather Updates : প্রবল বৃষ্টি! চলতি সপ্তাহ থেকেই আবহাওয়ার বিরাট পরিবর্তন! জানুন
- Published by:Piya Banerjee
Last Updated:
Weather Updates : গত কয়েকদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জানুন
পুরুলিয়া : আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বিগত বেশ কয়েকদিন ধরেই হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজছে রাজ্যের অধিকাংশ জেলা গুলি। কোথাও , কোথাও আবার বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতও হয়েছে। আবহাওয়া দফতর আবারও পূর্বাভাস দিয়েছে আগামী শুক্রবার পর্যন্ত চলবে এই রকমই থাকবে আবহাওয়ার অবস্থা। দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গের বেশ কিছু জেলা যেমন দার্জিলিং , জলপাইগুড়ি , আলিপুরদুয়ার , কোচবিহার , কালিম্পং -এ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলা যেমন বর্ধমান, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, নদীয়া জেলার পাশাপাশি পুরুলিয়া জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলি মোটামুটি শুষ্ক থাকতে পারে। আবহাওয়া দফতরের এই পূর্বাভাসে স্বাভাবিকভাবেই স্বস্তির বৃষ্টিতে ভিজছে রাজ্যবাসী।
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার সঙ্গে পুরুলিয়া জেলাতেও আবহাওয়ার পরিবর্তন হচ্ছে বিগত বেশ কিছুদিন ধরে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহে প্রায় প্রতিদিনই বৃষ্টিতে ভিজেছে পুরুলিয়ার একাধিক জায়গা । সারাদিন মেঘাচ্ছন্ন আকাশ আর সন্ধ্যের পর হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজছে পুরুলিয়া । গত কয়েকদিন ধরে এমনই আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে পুরুলিয়াতে। সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এই জেলায় । গত কয়েকদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানা গিয়েছে। বৃষ্টিপাত হলেও ভ্যাপসা গরম থেকে রেহাই পাচ্ছেনা পুরুলিয়াবাসী । আদ্রতাজনিত অস্বস্তি রয়েছে এখানে ।
advertisement
advertisement
আরও পড়ুন: শুধুমাত্র সিনেমাই নয়, সিরিয়ালেও বিপুল বিনিয়োগ অয়নের সংস্থার! কোথা থেকে এল এত টাকা? খুঁজছে ইডি
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে , বৃহস্পতিবার পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস । আর সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস । রাজ্যজুড়ে ঝড় , বৃষ্টি চললেও আগামী বেশ কিছুদিন তাপমাত্রার পারদ বৃদ্ধি পাবে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। চলতি সপ্তাহ থেকেই হবে আবহাওয়ার বিরাট পরিবর্তন এমনটাই জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
Location :
Kolkata,West Bengal
First Published :
March 23, 2023 3:33 PM IST