শহরে ক্রীড়া-প্রেমীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে আইপিএল ফ্যান পার্ক। মাঠের আনন্দ কিছুটা হলেও নিজের শহরেই উপভোগ করতে পারবেন দর্শকেরা। ফ্রেন্ড পার্কে এসে হাজার হাজার ক্রিকেটপ্রেমী মানুষ একসঙ্গে খেলা দেখতে পারবেন ভার্চুয়ালি। এবছর কৃষ্ণনগর দ্বিজেন্দ্রলাল রায় স্টেডিয়ামে তৈরি করা হয়েছে আইপিএল ফ্যান পার্ক যেখানে হাজার হাজার ক্রিকেটপ্রেমী দর্শকেরা একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন। জানা যায় সিএবি এবং বিসিসিআইয়ের যৌথ উদ্যোগেই এই ফ্যান পার্কের আয়োজন করা হয়েছে। আর সেই ফ্যান পার্ক প্রদর্শন করতে ই এদিন কৃষ্ণনগরে উপস্থিত ছিলেন সিএবির প্রাক্তন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া।
advertisement
আরও পড়ুন:
উদ্যোক্তাদের থেকে জানা যায় এই ফ্যান পার্কের মূল উদ্দেশ্য শুধুমাত্র খেলা দেখানো নয়। শহরের পাশাপাশি মফস্বল এবং গ্রাম বাংলাতেও যাতে খেলার প্রসার সমানভাবে ঘটে তার দিকেও নজর দেওয়া হচ্ছে। সময় এবং দূরত্বের কারণে অনেকেই কলকাতা ইডেন গার্ডেনে দিয়ে দর্শক আসনে বসে আইপিএল উপভোগ করতে পারেন না। সেই কারণেই এই ফ্যান পার্কের আয়োজন।
মৈনাক দেবনাথ





