Bratya Basu | Teachers Recruitment: মিড ডে মিল কেমন চলছে? বাঁকুড়ায় হঠাৎ স্কুল পরিদর্শনে শিক্ষামন্ত্রী! শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণা ব্রাত্য বসুর!
- Published by:Piya Banerjee
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Bratya Basu | Teachers Recruitment: প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি শীঘ্রই জারি করবে রাজ্য। রয়েছে আরও কিছু! বাঁকুড়ায় বিশেষ বার্তা শিক্ষামন্ত্রীর! জানুন
বাঁকুড়া: শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণা বুধবার করলেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এদিন জানান "প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে সম্ভবত এই মাসেই মন্ত্রিসভার অনুমোদন এসে যাবে। মন্ত্রিসভার সবুজ সংকেত এসে গেলি এসএসসি দ্রুত বিজ্ঞপ্তি জারি করতে পারবে।"শিক্ষামন্ত্রীর এদিনের ইঙ্গিতের মাধ্যমে কার্যত স্পষ্ট ফের রাজ্য শীঘ্রই প্রচুর শিক্ষক নিয়োগের পথে হাঁটছে। প্রসঙ্গত রাজ্য সরকার প্রায় আড়াই হাজার শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগের পথে হাঁটছে। এই বিষয়ে ইতিমধ্যেই নিয়োগের বিধি প্রস্তুত করেছে স্কুল সার্ভিস কমিশন। মন্ত্রিসভার অনুমোদন এসে গেলেই মে মাসের আগেই প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হবে বলেও এদিন ইঙ্গিত দেন শিক্ষামন্ত্রী।
বাঁকুড়ায় প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ সংক্রান্ত একটি আলোচনা সভায় এদিন যোগ দেন শিক্ষামন্ত্রী। যোগ দেওয়ার পর হঠাৎই বাঁকুড়ার একটি স্কুলে মিড ডে মিল কেমন চলছে তা নিয়ে পরিদর্শন করেন। বাঁকুড়া জেলাশাসক ও পুলিশ সুপার ও পরিদর্শনের সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন। স্কুল পড়ুয়াদের থেকেও জেনে নেওয়ার চেষ্টা করেন শিক্ষামন্ত্রী। এর পাশাপাশি স্কুলে কেমন পড়ানো হচ্ছে সেই বিষয়েও ছাত্রদের থেকে জানেন শিক্ষামন্ত্রী। বাঁকুড়া উচ্চ বিদ্যালয় এর বিভিন্ন ক্লাসরুম ও পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। প্রসঙ্গত মিড ডে মিল নিয়ে রাজ্যে আসা যৌথ পরিদর্শনকারী দল রাজ্যের সঙ্গে আলোচনা না করেই কিভাবে কেন্দ্রের কাছে রিপোর্ট জমা দেন তা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছেন শিক্ষামন্ত্রী।
advertisement
advertisement
শুধু তাই নয়, যৌথ পরিদর্শনকারী দলের চেয়ারম্যান এর কাছেও চিঠি পাঠিয়েছেন প্রতিবাদ জানিয়ে শিক্ষামন্ত্রী। এ প্রসঙ্গে এদিন শিক্ষা মন্ত্রী বলেন "এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে কোন উত্তর এসে পৌঁছায়নি।" অন্যদিকে রাজ্যে স্নাতক স্তরে চার বছরের কোর্স চালু করা হবে নাকি? সে বিষয়ে প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী জানান "যথা সময় বিকাশ ভবন থেকে জানানো হবে। ইতিমধ্যেই উপাচার্য স্তরে একটি কমিটি গঠন হয়েছে। এরপর অধ্যক্ষদের নিয়ে একটি কমিটি গঠন হবে। উপাচার্যদের সুপারিশ গুলি অধ্যক্ষরা খতিয়ে দেখবেন। কিন্তু এর জন্য প্রচুর টাকা দরকার ইউজিসি সেই নিয়ে কিছু বলছে না।"তবে শিক্ষামন্ত্রীর এদিনের ইঙ্গিত থেকে স্পষ্ট রাজ্য সরকার এবার স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমেও নয়া নিয়োগের পথে হাঁটছে। সম্প্রতি শিক্ষামন্ত্রী news18 বাংলার মুখোমুখি হয়েও নয়া নিয়োগের ইঙ্গিত দিয়েছিলেন। সূত্রের খবর আগামী মন্ত্রিসভার বৈঠকেই প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিধি পেশ করা হতে পারে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 05, 2023 11:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bratya Basu | Teachers Recruitment: মিড ডে মিল কেমন চলছে? বাঁকুড়ায় হঠাৎ স্কুল পরিদর্শনে শিক্ষামন্ত্রী! শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণা ব্রাত্য বসুর!