আনন্দ প্রিয় বাঙালির অন্যান্য উৎসবগুলির মধ্যে পহেলা বৈশাখ অন্যতম। বাংলা বছরের প্রথম দিন মানুষ বিগত দিনের দুঃখ-কষ্ট ভুলে মেতে ওঠে আনন্দ উৎসবে। পাশাপাশি নতুন বছরের মনস্কামনা সিদ্ধি লাভের আশায় ছোট বড় ব্যবসায়ী থেকে শুরু করে বসতবাড়ি তো দেখা যায়, সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের আরাধনা করতে। অন্যান্য বছরে তুলনায় এই বছর গণেশ ঠাকুরের মূর্তি চাহিদা খোলা বাজারে অপরিসীম।
advertisement
আরও পড়ুন: 'কথা না শুনলে বাবা-মাকে মেরে ফেলবো'! ভয় দেখিয়ে নাবালিকাকে যৌন নির্যাতন দাদুর!
তারই পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ যাতে গণেশ মূর্তি নির্দ্বিধায় কিনতে পারেন তার জন্য মাত্র ৫০ টাকা মূল্যের বিনিময় সুসজ্জিত গণেশ মূর্তির বিকতে দেখা গেল জেলার অন্যান্য জায়গা ছাড়া নদিয়ার কৃষ্ণগঞ্জে। মাত্র ৫০ টাকায় সুসজ্জিত গণেশ মূর্তির ভীষণ চাহিদা রয়েছে খোলা মার্কেটে বলে জানান ক্রেতা বিক্রেতা উভয়ই। সাধ্যের মধ্যে অল্প দামে গনেশ মূর্তি পেয়ে স্বাভাবিকভাবেই খুশি সাধারণ ক্রেতারা পাশাপাশি ব্যবসা করে লাভের মুখ দেখতে পেয়ে হাসি ফুটতে দেখা গেল বিক্রেতা তাদের মুখেও। এছাড়াও অন্যান্য বছরের তুলনায় এ বছর বিভিন্ন মাপের গণেশ মূর্তির চাহিদা রয়েছে খোলা বাজারে। যার ফলে বাড়তি লাভের আশায় দিন গুণছেন জেলার বিভিন্ন প্রান্তের মৃৎশিল্পীরা।
Mainak Debnath