পুলিশ সূত্রে জানা যায় গোপন সূত্র মারফত পুলিশের কাছে খবর ছিল অভিযুক্ত শাহজাহান শেখ নামে ওই ব্যক্তির কাছে বেআইনি আগ্নেয়াস্ত্র রয়েছে। এর পরেই নড়েচড়ে বসে প্রশাসন। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শাহজাহান শেখের সন্ধান পাওয়া যায় এবং তার কাছে তল্লাশি করে উদ্ধার করা হয় একটি পাইপ গান ও এক রাউন্ড গুলি। তারপরেই অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করে নাকাশিপাড়া থানার পুলিশ। ধৃতকে এদিন কৃষ্ণনগর আদালতে তুলে তদন্তের স্বার্থে সাত দিনের পুলিশি হেফাজতে চাওয়ার আবেদন জানানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
advertisement
আরও পড়ুন: কোথায় গেল আমাদের বাড়ির মেয়ে? নদিয়ায় নাবালিকার সন্ধানে নামতেই পুলিশ যা দেখল
প্রসঙ্গত, সামনেই পঞ্চায়েত ভোট ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচনের আগে একাধিক জায়গায় তল্লাশি করে উদ্ধার করা হচ্ছে বিভিন্ন রকম আগ্নেয়াস্ত্র। নির্বাচনের প্রাক মুহূর্তে এই সমস্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার ফলে নির্বাচনের সময় বিভিন্ন চাপানোতর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করছেন সাধারণ মানুষেরা।
আরও পড়ুন: পেশায় দিনমজুর, দৌড়ে সোনার পদক জিতে তাক লাগালেন শান্তিপুরের তারক
সেই কারণে ইতিমধ্যেই পুলিশ প্রশাসন একাধিক জায়গায় অভিযান চালিয়ে এবং সেখান থেকে তল্লাশি করে উদ্ধার করেছে একের পর এক বেআইনি আগ্নেয়াস্ত্র। অভিযুক্তদের আটক করেছে পুলিশ। আগামী পঞ্চায়েত নির্বাচন যাতে নির্বিঘ্নে ঘটে, তার জন্য পুলিশের অভিযান ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। এবং তারই এক নিদর্শন দেখা গেল নদিয়ার নাকাশিপাড়া এলাকায়।
Mainak Debnath