Nadia News: কোথায় গেল আমাদের বাড়ির মেয়ে? নদিয়ায় নাবালিকার সন্ধানে নামতেই পুলিশ যা দেখল
Last Updated:
Nadia News: পরিবার সূত্রে জানা যায় গত ৭ তারিখে গাংনাপুর এলাকার বাসিন্দা ওই নাবালিকা আনুমানিক রাত নটা নাগাদ বাড়ি থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যায়।
গাংনাপুর: পুলিশের তৎপরতায় উদ্ধার হল ১৬ বছর বয়সী এক নাবালিকা। উত্তরপ্রদেশের বেনারস থেকে চাইল্ড লাইনের তৎপরতায় উদ্ধার করা হল ওই নাবালিকাকে। ঘটনাটি ঘটেছে গাংনাপুর থানার অন্তর্গত রায়পাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা যায় গত ৭ তারিখে গাংনাপুর এলাকার বাসিন্দা ওই নাবালিকা আনুমানিক রাত নটা নাগাদ বাড়ি থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যায়।
বাড়িতেই নাবালিকাকে দেখতে না পেয়ে বাড়ির সদস্যেরা নাবালিকাকে খুঁজতে বের হয়। বাড়ির আশেপাশে বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন সমস্ত জায়গায় খোঁজাখুঁজির পরেও বাড়ির সদস্যরা ওই নাবালিকাকে খুঁজে পায় না। এরপরেই তাঁরা জানতে পারেন কেউ বা কারা ওই নাবালিকাকে ভুলিয়ে-ভালিয়ে নিয়ে যায়। ঘটনার জেরে ওই এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়।এরপরে পরিবারের লোকেরা দারস্থ হন গাংনাপুর থানায়।
advertisement
সেখানে ওই নাবালিকার পরিবারের সদস্যরা একটি লিখিত অভিযোগ দায়ের করেন যে তাঁদের নাবালিকা মেয়েকে কেউ বা কারা ভুলিয়ে-ভালিয়ে নিয়ে গিয়েছে কোনও অসৎ উদ্দেশে। লিখিত অভিযোগ পেয়ে তৎপর হয় গাংনাপুর থানার পুলিশ। মোবাইলের টাওয়ারের সিগন্যালের প্রযুক্তিকে কাজে লাগিয়ে পুলিশ জানতে পারে ওই নাবালিকা উত্তরপ্রদেশগামী কোনও এক ট্রেনে রয়েছে। এরপরেই যোগাযোগ করা হয় উত্তরপ্রদেশের চাইল্ড লাইন বিভাগের সঙ্গে।
advertisement
advertisement
বেনারস থেকে ওই নাবালিকাকে উদ্ধার করে উত্তরপ্রদেশের চাইল্ড লাইন বিভাগ। এরপর ওই নাবালিকাকে গাংনাপুর থানার পুলিশ নিয়ে এসে রানাঘাট মহাকুমা আদালতে পাঠায়। আদালতের নির্দেশেই পরিবারের হাতে ওই নাবালিকাকে তুলে দেওয়া হলো বলে আদালত সূত্রে জানা যায়।
advertisement
মৈনাক দেবনাথ
Location :
Kolkata,West Bengal
First Published :
February 16, 2023 6:52 PM IST