TRENDING:

Nadia News- ইউক্রেন থেকে বাড়ি ফিরে হতাশায় ভুগছেন ডাক্তারি পড়ুয়া

Last Updated:

ইউক্রেন থেকে ফিরে একাধিক পড়ুয়ারা ভুগছেন মানসিক অবসাদে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নদিয়া: ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ আজ প্রায় দুই সপ্তাহ হতে চলল। রাশিয়ার মুহুর্মুহু গোলাবর্ষণে ধ্বংস করে দিয়েছে ইউক্রেনের একাধিক ছবির মতো সাজানো শহর। যুদ্ধের কারণে বিভিন্ন দেশের নাগরিকেরা ইউক্রেনে আটকে পড়েছিলেন। ইতিমধ্যেই রাশিয়ার যুদ্ধবিরতি ঘোষণার ফলে ইউক্রেন থেকে বাড়ি ফিরেছেন পড়ুয়ারা। ঠিক তেমনই ইউক্রেনের যুদ্ধ লাগার ফলে আটকে পড়েছিলেন ডাক্তারি বড়ুয়া অর্ক সমাদ্দার (Nadia News)।
ইউক্রেন থেকে বাড়ি ফিরেছেন শান্তিপুরের ডাক্তারি পড়ুয়া অর্ক সমাদ্দার
ইউক্রেন থেকে বাড়ি ফিরেছেন শান্তিপুরের ডাক্তারি পড়ুয়া অর্ক সমাদ্দার
advertisement

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, বাড়ি ফিরে বললেন শান্তিপুর থেকে ইউক্রেনে ডাক্তারি পড়তে যাওয়া যুবক। মাত্র তিন মাস আগে ডাক্তারি পড়তে ইউক্রেনে গিয়েছিলেন শান্তিপুর ছয় নম্বর ওয়ার্ডের শ্যামবাজার এলাকার যুবক অর্ক সমাদ্দার। সবকিছুই ঠিকঠাক চলছিল, হঠাৎই বোমা বর্ষণ, কানে খবর আসে ছেড়ে যেতে হবে ইউক্রেন (Nadia News)। তবে যে কারণে দেশের মাটির মায়া ত্যাগ করে আগামী ভবিষ্যতের জন্য ইউক্রেনে যাওয়া সে স্বপ্ন হয়তো আর পূরণ হবে না। বাড়িতে ফিরে পরিবার খুশি হলেও, আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে হতাশায় ডাক্তারি পড়তে যাওয়া ছাত্র অর্ক সমাদ্দার। গতকাল শান্তিপুরের নিজের বাড়িতে পা রাখা মাত্রই স্বস্তির নিঃশ্বাস পরিবারের। বাবা-মা যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের ঘটনা জানার চেষ্টা করে ছেলের কাছ থেকে, সব টা জানার পরে গা শিউরে ওঠে বাবা-মার। কিন্তু ছাত্র অর্ক সমাদ্দার বলেন, "ইউক্রেনে আমাদের কোন অসুবিধা হয়নি, আমরা সেফ জায়গাতেই ছিলাম। প্রথমেই গোলাবর্ষণের আওয়াজ কানে শুনতে পাই, মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও সবসময় ভাবছিলাম যদি ইউক্রেন ছেড়ে দেশে ফিরে যেতে হয় তাহলে ভবিষ্যৎ কি হবে, আর সেটাই ঘটলো, ইউক্রেন ছেড়ে ফিরতে হল বাড়িতে।"

advertisement

যদিও কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে ছাত্র অর্ক সমাদ্দার ও তার পরিবার (Nadia News)। তবে ছাত্র অর্ক সমাদ্দারের সরকারের কাছে এখন একটাই দাবি, সরকার যেন তাদের মতো ছাত্রদের আগামী ভবিষ্যতের দিকে তাকায়। এই মুহূর্তে ইউক্রেনের যা, অবস্থা পড়াশোনার ক্ষেত্রে কিভাবে এগিয়ে যাবে সে তাই নিয়ে অনেকটাই হতাশায় ভুগছে ছাত্র অর্ক সমাদ্দার।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News- ইউক্রেন থেকে বাড়ি ফিরে হতাশায় ভুগছেন ডাক্তারি পড়ুয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল