এই ধূপকাঠি প্রশিক্ষণ বিএসএফএ ৩২ নম্বর ব্যাটেলিয়নের উদ্যোগে বেশ কয়েক মাস ধরে এই প্রশিক্ষণ দেওয়া হয় তার অনুষ্ঠানিকভাবে সূচনা করা হল এইদিন। বর্ডার সংলগ্ন গ্রাম হওয়ায় মহিলাদের রোজগার সেই রকম না থাকাই বিএসএফের ৩২ নম্বরের এই উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই ধূপকাঠি প্রশিক্ষণটি এলাকার মহিলাদের অংশগ্রহণ ছিল যথেষ্ট চোখে পড়ার মত। এই প্রশিক্ষণ নিয়ে তারা নিজেদের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে পৌঁছাবে বলে এলাকার মহিলারা বিশেষভাবে জানায়। পাশাপাশি সীমান্তে বিভিন্ন চোরাচালান বন্ধ হবে বলে মনে করা হচ্ছে।
advertisement
আরও পড়ুন: উলা গ্রামের নাম কীভাবে হল বীরনগর? সেই ডাকাতদের কাহিনী চমকে দেয়
বিএসএফ এ ৩২ নম্বর ব্যাটেলিয়ান এই উদ্যোগ সর্বপ্রথম সীমান্ত এলাকার মানুষের স্বনির্ভর করবার লক্ষ্যে। এর আগে বিএসএফের কোনও ব্যাটেলিয়ান এই ধরনের উদ্যোগ নিতে দেখা যায়নি তার জন্য বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়ানের আধিকারিক সুজিত কুমারকে এলাকার মহিলারা যথেষ্ট ধন্যবাদ জানিয়েছেন। এলাকা সাধারণ মহিলা থেকে শুরু করে সমগ্র এলাকাবাসী যথেষ্ট খুশি বিএসএফের এই উদ্যোগে।
Mainak Debnath





