Sunidhi Chauhan at Ranaghat: কলকাতা থেকে প্রায় ৯০ কিমি দূরে রানাঘাটে ঝড় তুলছেন বলিউডের সুনিধী চৌহান! কোথায়-কখন তাঁর শো? জানুন
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
রানাঘাটে ঝড় তুলতে আসছেন সুনিধী চৌহান, কবে কোথায় জানুন
advertisement
1/6

রানাঘাটে শুরু হয়ে গিয়েছে উৎসবের প্রস্তুতি। স্বাস্থ্যন্নতি ময়দানকে কেন্দ্র করে চলতি বছরের অন্যতম বড় সাংস্কৃতিক আয়োজন বিবেক উৎসব ২০২৬ ঘিরে ইতিমধ্যেই উন্মাদনা তুঙ্গে।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
আগামী ৪ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত চলবে এই মহোৎসব, যেখানে সংস্কৃতি, ভাবনা ও বিনোদনের এক অনন্য মেলবন্ধন ঘটতে চলেছে। স্বামী বিবেকানন্দের আদর্শ ও দর্শনকে সামনে রেখে প্রতি বছর এই উৎসবের আয়োজন করা হয়।
advertisement
3/6
উদ্যোক্তাদের বক্তব্য, যুবসমাজকে তাঁর চিন্তা, মানবতা ও সংস্কৃতির বার্তা পৌঁছে দেওয়াই এই উৎসবের মূল উদ্দেশ্য। সেই সঙ্গে সাধারণ মানুষের জন্য থাকছে বিনোদনের নানা উপকরণ।
advertisement
4/6
চলতি বছরে বিবেক উৎসবের বিশেষ আকর্ষণ সঙ্গীতানুষ্ঠান। ১২ জানুয়ারি মঞ্চে পারফর্ম করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী জয়তী চক্রবর্তী। আর ১৩ জানুয়ারি উৎসবের শেষ দিনে মঞ্চে ঝড় তুলতে এসেছেন বলিউডের প্রখ্যাত গায়িকা সুনিধি চৌহান।
advertisement
5/6
তাঁর লাইভ পারফরম্যান্স ঘিরে ইতিমধ্যেই তরুণ প্রজন্মের মধ্যে বাড়তি উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। উৎসব চলাকালীন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও প্রদর্শনীর আয়োজন থাকছে। প্রশাসনের তরফে নিরাপত্তা ও পরিকাঠামোগত প্রস্তুতির দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে।
advertisement
6/6
উদ্যোক্তারা জানিয়েছেন, রানাঘাট ও পার্শ্ববর্তী এলাকার মানুষের পাশাপাশি দূরদূরান্ত থেকেও দর্শকদের সমাগমের আশা করা হচ্ছে। সব মিলিয়ে বিবেক উৎসব ২০২৬ হতে চলেছে আদর্শ, সংস্কৃতি ও আনন্দের এক জমজমাট মিলনমেলা।