শিব শংকর সাধুখাঁর হাতের ছোঁয়ায় সোলার মতো সহজ উপকরণ হয়ে ওঠে জীবন্ত শিল্পকর্ম। জগন্নাথদেবের মূর্তি ও সাজসজ্জা থেকে শুরু করে বিশ্বখ্যাত টাইটানিক জাহাজের নিখুঁত মডেল- সবেতেই তাঁর দক্ষতা চোখে পড়ার মতো। প্রতিটি শিল্পকর্মে রয়েছে সূক্ষ্ম নকশা, পরিমিত রঙের ব্যবহার এবং দীর্ঘ অভিজ্ঞতার ছাপ। নবদ্বীপ ও নদিয়া জেলার গণ্ডি পেরিয়ে তাঁর শিল্প আজ রাজ্য ও দেশের নানা প্রান্তে সমাদৃত।
advertisement
এই দীর্ঘ শিল্পযাত্রায় তিনি পেয়েছেন একাধিক পুরস্কার ও সম্মান। সম্প্রতি তাঁর শিল্পকর্মের স্বীকৃতি আরও এক ধাপ এগিয়ে যায়, যখন তিনি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হন। এই সম্মান শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলার লোকশিল্পের গৌরবও বটে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে শিব শংকর সাধুখাঁ ছোট-বড় ও খুচরা-পাইকারি- সব ধরনের অর্ডার গ্রহণ করেন। তাঁর তৈরি শোলার মূর্তি ও মডেলের দাম শুরু হয় মাত্র ৫০ টাকা থেকে, যা গিয়ে পৌঁছায় ৫০ হাজার টাকা পর্যন্ত। শিল্পপ্রেমীদের কাছে তিনি আজ এক নির্ভরযোগ্য নাম, আর তাঁর সৃষ্টি বাংলার ঐতিহ্যবাহী শোলাশিল্পকে নতুন পরিচিতি দিচ্ছে।





