আরও পড়ুন: মনে হত হার্ট অ্যাটাক হবে, সারা শরীরে কাঁপুনি…! স্বাস্থ্য নিয়ে বিস্ফোরক করণ, কী হয়েছিল
সাধারণত আমাদের হাতেখড়ি শুরু হয় স্লেট পেনসিল দিয়ে, সেই ভাবনা থেকে মানিক দেবনাথ তৈরি করেছেন এই দুর্গা। হাতের ছোঁয়ায় তিনি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস তৈরি করেছেন। স্লেট পেনসিল ছাড়াও নানা ধরনের রং, আঠা দিয়ে ছোট দুর্গা, বা নানা ধরনের জিনিস দিয়ে ১৮টি ছোট দুর্গা তৈরি করেছেন বিভিন্ন বছরে। গত বছর পাঁচ মিলিমিটারের দুর্গা তৈরি করেছিলেন যা কলকাতার রাসবিহারীর একটি পুজো মণ্ডপে স্থান পেয়েছিল।
advertisement
আর এই বছর আবার পাঁচ মিলিমিটারের স্লেট পেনসিল দিয়ে দুর্গা তৈরি করেছেন যা কলকতায় একটি পুজো মণ্ডপে পাঠানোর কথা হচ্ছে। তৈরি করতে লেগেছে প্রায় দেড় মাস। তবে এই ধরনের কাজ করতে চোখের ওপর চাপ বেশি পরে তাও চেষ্টা চালিয়ে যাবেন ৬২ বছরের মানিক দেবনাথ। বর্তমানে বিভিন্ন জায়গায় তাঁর কাজের যেমন সুখ্যাতি হচ্ছে পাশাপাশি বিভিন্ন প্রদর্শনীতেও যাচ্ছেন।
Mainak Debnath