TRENDING:

Micro Durga Idol: স্লেটে লেখার পেনসিলের উপর পাঁচ মিলিমিটারের দুর্গা প্রতিমা তৈরি করলেন রানাঘাটের শিল্পী

Last Updated:

Micro Durga Idol: পাঁচ মিলিমিটারের স্লেট পেনসিল দিয়ে দুর্গা তৈরি করেছেন যা কলকতায় একটি পুজো মণ্ডপে পাঠানোর কথা হচ্ছে। তৈরি করতে লেগেছে প্রায় দেড় মাস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: স্লেটে লেখার পেনসিলের উপর পাঁচ মিলিমিটারের দুর্গা প্রতিমা, রানাঘাটের মানিক বাবুর শিল্পকর্ম নেটদুনিয়ায় ভাইরাল। বিভিন্ন শিল্পী তাঁদের হাতের ছোঁয়ায় দেবীকে তৈরি করে করছেন। রানাঘাট রামনগরের মানিক দেবনাথ তৈরি করেছেন পাঁচ মিলিমিটারের দুর্গা।
advertisement

আরও পড়ুন: মনে হত হার্ট অ্যাটাক হবে, সারা শরীরে কাঁপুনি…! স্বাস্থ্য নিয়ে বিস্ফোরক করণ, কী হয়েছিল

সাধারণত আমাদের হাতেখড়ি শুরু হয় স্লেট পেনসিল দিয়ে, সেই ভাবনা থেকে মানিক দেবনাথ তৈরি করেছেন এই দুর্গা। হাতের ছোঁয়ায় তিনি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস তৈরি করেছেন। স্লেট পেনসিল ছাড়াও নানা ধরনের রং, আঠা দিয়ে ছোট দুর্গা, বা নানা ধরনের জিনিস দিয়ে ১৮টি ছোট দুর্গা তৈরি করেছেন বিভিন্ন বছরে। গত বছর পাঁচ মিলিমিটারের দুর্গা তৈরি করেছিলেন যা কলকাতার রাসবিহারীর একটি পুজো মণ্ডপে স্থান পেয়েছিল।

advertisement

View More

আর এই বছর আবার পাঁচ মিলিমিটারের স্লেট পেনসিল দিয়ে দুর্গা তৈরি করেছেন যা কলকতায় একটি পুজো মণ্ডপে পাঠানোর কথা হচ্ছে। তৈরি করতে লেগেছে প্রায় দেড় মাস। তবে এই ধরনের কাজ করতে চোখের ওপর চাপ বেশি পরে তাও চেষ্টা চালিয়ে যাবেন ৬২ বছরের মানিক দেবনাথ। বর্তমানে বিভিন্ন জায়গায় তাঁর কাজের যেমন সুখ্যাতি হচ্ছে পাশাপাশি বিভিন্ন প্রদর্শনীতেও যাচ্ছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
Micro Durga Idol: স্লেটে লেখার পেনসিলের উপর পাঁচ মিলিমিটারের দুর্গা প্রতিমা তৈরি করলেন রানাঘাটের শিল্পী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল