সকালে নবদ্বীপের পোড়াঘাটে ভজন আশ্রম মন্দিরে প্রায় ৭০০ জন মহিলাদের মিষ্টি বস্ত্র সামান্য অর্থ বিতরণ করেন বিধায়ক। বিধায়কের মানবিক এই উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি সহায়-সম্বলহীন অসহায় বৃদ্ধারা সকল নগরবাসী। বিধায়ক ছাড়াও এই দিন উপস্থিত ছিলেন নবদ্বীপের বিডিও বরুণাশীস সরকার সহ নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা, উপ-গৌরগতি শচীন্দ্র বসাক, নবদ্বীপ থানার আইসি অভিজিৎ চট্টোপাধ্যায় সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও অন্যান্য বিদ্দজনেরা।
advertisement
আরও পড়ুনঃ ষষ্ঠী থেকে দশমী বীরেন বসাকের বাড়ির পুজোতে দেখানো হল এক অভিনব প্রদর্শনী
উল্লেখ্য বর্তমান স্মার্টফোনের দুনিয়ায় অনেক ক্ষেত্রেই দেখা যায় পরিবার আত্মীয়-স্বজন কেউ স্মার্টফোনের মাধ্যমেই বিজয়ার শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিতে। সেই যুগে দাড়ি ও বাঙালির পুরনো প্রথা রীতি ও নিয়মকে কোনভাবেই ভোলেননি নবদ্বীপবাসীরা এবং নবদ্বীপের বিধায়ক কুন্ডরীকাক্ষ সাহা। প্রত্যেক বছরের মতোই এবারও বিজয়ার প্রণাম তিনি শুরু করলেন নবদ্বীপ পোড়াঘাটের ভজন আশ্রমের ৭০০ জন বৃদ্ধাকে প্রণাম ও মিষ্টিমুখ করিয়েই। আর তাই দেখে তাকে কুর্নিশ জানায় গোটা নবদ্বীপবাসী।
Mainak Debnath