Nadia News: বিধায়কের অভিনব বিজয়া দশমী পালন নবদ্বীপে

Last Updated:

বিধায়কের অভিনব বিজয়ার প্রণাম নবদ্বীপে । সবেমাত্র শেষ হল বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ইতিমধ্যেই ঘরে ঘরে বিজয়া দশমী উৎসব পালন করা শুরু হয়ে গিয়েছে।

+
title=

#নবদ্বীপ : বিধায়কের অভিনব বিজয়ার প্রণাম নবদ্বীপে । সবেমাত্র শেষ হল বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ইতিমধ্যেই ঘরে ঘরে বিজয়া দশমী উৎসব পালন করা শুরু হয়ে গিয়েছে। বড়দের প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা দিয়ে মিষ্টিমুখ করিয়ে চলছে বিজয়া দশমীর শুভেচ্ছা বার্তা।প্রতি বছরের ন্যায় এ বছরেও সমাজের অসহায়-সম্বলহীন বৃদ্ধাদের প্রণাম করে মিষ্টি, বস্ত্র সামান্য অর্থ দিয়ে মানবিক নজির স্থাপন করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা নবদ্বীপের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা। চাকরি জীবন থেকে আজও পর্যন্ত এই বৃদ্ধাদের মাতৃরূপে আশীর্বাদ নিয়ে বছরের কাজ শুরু করেন তিনি।
সকালে নবদ্বীপের পোড়াঘাটে ভজন আশ্রম মন্দিরে প্রায় ৭০০ জন মহিলাদের মিষ্টি বস্ত্র সামান্য অর্থ বিতরণ করেন বিধায়ক। বিধায়কের মানবিক এই উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি সহায়-সম্বলহীন অসহায় বৃদ্ধারা সকল নগরবাসী। বিধায়ক ছাড়াও এই দিন উপস্থিত ছিলেন নবদ্বীপের বিডিও বরুণাশীস সরকার সহ নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা, উপ-গৌরগতি শচীন্দ্র বসাক, নবদ্বীপ থানার আইসি অভিজিৎ চট্টোপাধ্যায় সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও অন্যান্য বিদ্দজনেরা।
advertisement
আরও পড়ুনঃ ষষ্ঠী থেকে দশমী বীরেন বসাকের বাড়ির পুজোতে দেখানো হল এক অভিনব প্রদর্শনী
উল্লেখ্য বর্তমান স্মার্টফোনের দুনিয়ায় অনেক ক্ষেত্রেই দেখা যায় পরিবার আত্মীয়-স্বজন কেউ স্মার্টফোনের মাধ্যমেই বিজয়ার শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিতে। সেই যুগে দাড়ি ও বাঙালির পুরনো প্রথা রীতি ও নিয়মকে কোনভাবেই ভোলেননি নবদ্বীপবাসীরা এবং নবদ্বীপের বিধায়ক কুন্ডরীকাক্ষ সাহা। প্রত্যেক বছরের মতোই এবারও বিজয়ার প্রণাম তিনি শুরু করলেন নবদ্বীপ পোড়াঘাটের ভজন আশ্রমের ৭০০ জন বৃদ্ধাকে প্রণাম ও মিষ্টিমুখ করিয়েই। আর তাই দেখে তাকে কুর্নিশ জানায় গোটা নবদ্বীপবাসী।
advertisement
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: বিধায়কের অভিনব বিজয়া দশমী পালন নবদ্বীপে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement