হঠাৎ করেই এ রাজ্যে বেপরোয়া হয়ে উঠেছে তাপমাত্রার পারদ। প্রত্যেকদিন রেকর্ড ভাঙছে তাপমাত্রার। টানা বেশ কয়েকদিন ধরেই নদিয়া জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রিরও বেশি। তবে তার মধ্যেও মুসলিম ধর্মাবলম্বনকারী মানুষ রাখছেন রোজা। তপ্ত গরমে প্রত্যেকেই স্বাভাবিকভাবেই কাজকর্ম করে চলেছেন রোজা রেখেই।
advertisement
তবে চিকিৎসকেরা বলছেন ভোরে সেহরি ও সন্ধ্যায় আজানের পর ইফতারে খুব বেশি পরিমাণে তেলেভাজা না খেয়ে বরং শরীর সুস্থ থাকে সেই সব খাবার গ্রহণ করতে। এছাড়া ওই সময় বিভিন্ন ঠান্ডা পানীয় ও শরবত খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।
আর তিন দু এক পরেই খুশির ঈদ উৎসব। আবহাওয়াবিদেরা জানাচ্ছেন চলতি সপ্তাহে শেষের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়। আপাতত সেই দিকেই তাকিয়ে রয়েছে সকলে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
April 20, 2023 2:25 PM IST





