চাকদহ বিডিও অফিসে প্রাঙ্গনে উদ্বোধন হল ভ্রাম্যমান প্রাণী চিকিৎসাকেন্দ্রের। নদিয়ার চাকদহের ব্লক প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের উদ্যোগে এই ভ্রাম্যমান প্রাণী চিকিৎসাকেন্দ্র গড়ে উঠেছে। তার উদ্বোধন করেন চাকদহের বিডিও অতনু ঘোষ এবং পঞ্চায়েত সমিতির সভাপতি হরপ্রসাদ হালদার। উপস্থিত ছিলেন ব্লক প্রাণিসম্পদ উন্নয়ন আধিকারিক সুজিত কুমার মণ্ডল। প্রাণীদের চিকিৎসা নিয়ে এই ভ্রাম্যমান পরিষেবা চালু হওয়ার পরে গ্রামের বহু সাধারণ পরিবার যেমন উপকৃত হবে, তেমনই অনেক প্রাণীর প্রাণ বাঁচানোও সম্ভব হবে।
advertisement
নদিয়া মূলত কৃষি প্রধান জেলা হলেও বহু মানুষ এখানে গবাদি পশু প্রতিপালন করে থাকেন। গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি বিভিন্ন পশু পালন করে জীবিকা নির্বাহ করেন অসংখ্য সাধারণ মানুষ। এই সব গবাদিপশুর বিভিন্ন সময়ে স্বাস্থ্যের অবনতি ঘটে। কিন্তু অনেক সময়ই চিকিৎসকের অভাবে বিনা চিকিৎসায় তারা মারা যায়। এক্ষেত্রে ভ্রাম্যমান প্রাণী চিকিৎসালয় সেই সমস্যা অনেকটাই দূর করবে বলে আশা করা যাচ্ছে। কোনও ব্যক্তির বাড়ির গবাদি পশু বা পোষ্য কুকুরের শরীর খারাপ করলেই বিডিও অফিসে খবর পাঠালেই হবে। ভ্রাম্যমান প্রাণী চিকিৎসাকেন্দ্র সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির দরজায় গিয়ে হাজির হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
মৈনাক দেবনাথ