TRENDING:

Misti Doi: হাড়ি উল্টে দিলেও পড়ে যায় না এই দই, ভিডিও দেখে শিখে নিন বিখ্যাত দই বানানো

Last Updated:

Misti Doi: দোকানদাররাও পর্যন্ত দাবি করেন যে এই দুই একবার যদি ঠিকঠাকভাবে জমাট বেঁধে যায় তারপর আপনি যদি দইয়ের হাড়ি উল্টে দেন এই দই কিন্তু মাটিতে পড়বে না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: বাঙালি মানে মিষ্টিপ্রেমী। পুজো থেকে শুরু করে ছোটখাটো অনুষ্ঠানে মানুষ মিষ্টিকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। বাঙালি খাদ্যরসিক তালিকায় বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে রসগোল্লা, পান্তুয়া, ও বিভিন্ন ধরণের দই। আর আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলাতে বিভিন্ন ধরণের মিষ্টি তৈরি করা হয় ও তার জনপ্রিয়তা রয়েছে বর্তমানে।  তারই মধ্যে সবচেয়ে জনপ্রিয় এমনকি পৃথিবী বিখ্যাত বললেও বাড়িয়ে বলা হয় না৷  সেই  দই হল নবদ্বীপের লাল দই বা ক্ষীর দই।
advertisement

এই দইকে চাক্কু দই কিংবা ক্ষির দইও বলা হয়। এই দই এর স্বাদ একবার খেলে সারা জীবনে এর স্বাদ ভোলা যায় না এমনটাই জানাচ্ছেন এখানকার

স্থানীয় বাসিন্দারা।

View More

অনেক ধরণের দই আমরা খেয়েছি টক দই, মিষ্টি দই, কিন্তু…

নবদ্বীপের লাল দই পৃথিবী বিখ্যাত বললেও বেশি বলা হয় না। সত্যিই অবাক হওয়ারই মত এখানকার দই তৈরীর প্রক্রিয়া । নদিয়ার বিভিন্ন জেলায় ক্ষীর দই করা হয় যেমন নবদ্বীপ, কৃষ্ণগঞ্জ, কৃষ্ণনগর ইত্যাদি এলাকায়। এই দই এর বিশেষত্ব হল অন্যান্য দইয়ের থেকে খুব গাঢ়।

advertisement

আরও পড়ুন –  IND VS PAK, Super 4 Asia Cup 2023: রিজার্ভ ডে-তে খেলা গড়ালে কী নিয়ম, সোমবারেও আবহাওয়ার তুলকালামের ইঙ্গিত, দেখুন কী হবে

নবদ্বীপের মিষ্টির দোকানগুলিতে ঘণ্টার পর ঘণ্টা কাঠের জালে দুধকে খুব ভাল করে ফুটিয়ে গাঢ় করে সেটিকে চটের বস্তা দিয়ে ভালো করে ঢেকে রাখা হয়। তারপর বিভিন্ন উপায়ে এই মিষ্টি দই করা হয়। এই দই দু ধরণের হয় – গাঢ় লালচে ধরনের ও সাদা ধরনের।

advertisement

এই দুইয়ের বিশেষত্ব হল এই দই এতটাই গাঢ় যে দই জমাট বাঁধার পর দইয়ের হাড়ি উল্টে দিলেও এই দই কিন্তু নিচে পড়ে যায় না। এমনকি দোকানদাররাও পর্যন্ত দাবি করেন যে এই দুই একবার যদি ঠিকঠাকভাবে জমাট বেঁধে যায় তারপর আপনি যদি দইয়ের হাড়ি উল্টে দেন এই দই কিন্তু মাটিতে পড়বে না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধ্বংসলীলার পর প্রকৃতির উপহার, ভরছে ঝুলি! উত্তরের মৎস্যজীবীরা যেন চাঁদ পেলেন হাতে
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
Misti Doi: হাড়ি উল্টে দিলেও পড়ে যায় না এই দই, ভিডিও দেখে শিখে নিন বিখ্যাত দই বানানো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল