আরও পড়ুন: পাল্টানো হল না স্যালাইনের বোতল, মৃত্যুর কোলে ঢলে পড়লেন রোগী!
নদিয়ার শান্তিপুরের হরিপুর সরদার পাড়ার যুবক রাজা সরদার কর্নাটকের যশবন্তপুর স্টেশনে রেলের ঠিকা কর্মী হিসেবে কাজ করতেন। দিন কয়েক আগে ভয়ানক জ্বরে আক্রান্ত হন। সরদারপাড়ার বন্ধু বাপন সরদারও রাজার সঙ্গে কর্নাটকে কাজ করতেন। তিনি জানান, গত ১৬ অগস্ট অসুস্থ রাজাকে বেঙ্গালুরুর স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি পরীক্ষা করে জানান ডেঙ্গি হয়েছে। সেখানেই চিকিৎসার শুরু হয়। কিন্তু জ্বর না কমায় রাজাকে নিয়ে গত ১৮ তৎকালে ট্রেনের টিকিট কাটেন। এরপর শান্তিপুরের বাড়ির উদ্দেশ্যে রওনা হন বাপন। যশবন্তপুর-হাওড়া এক্সপ্রেসে চড়ে বসেন তাঁরা। কিন্তু ট্রেনে এই গুরুতর অসুস্থ হয়ে পড়েন রাজা সরদার। বিশাখাপত্তনমে ট্রেন থামার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই যুবক।
advertisement
মৃত রাজার বাড়িতে বৃদ্ধ মা-বাবা, ভাই এবং ভাইয়ের বউ আছে। হঠাৎ ছেলেকে হারিয়ে দিশেহারা তাঁরা। এদিকে বন্ধু বাপন জানিয়েছেন বিশাখাপত্তনম স্টেশনে রেলকর্মী ও জিআরপির সাহায্যে রাজার ময়নাতদন্ত হয়। এরই মধ্যে বাপনের কাছ থেকে খবর পেয়ে বিশাখাপত্তনমে নামে গিয়ে হাজির হয় প্রয়াত রাজার পরিবারের সদস্যরা। সেখান থেকে দেহ নিয়ে এসে শান্তিপুর মহাশ্মশানে শেষকৃত্য হয়।
মৈনাক দেবনাথ